Featured Post
ছড়া ।। যাদু ভরা বল ।। মানস বন্দ্যোপাধ্যায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
যাদু ভরা বল
মানস বন্দ্যোপাধ্যায়
সেদিন রাতে রথে চড়ে
দিয়েছিলাম পাড়ি,
সে রথ আমায় নিয়ে গেল
চাঁদ তারাদের বাড়ি।
সেখান থেকে অবাক হয়ে
দেখি নীচের দিকে,
ঘুরন্ত এক বল ভাসছে
শূন্যে দাঁড়িয়ে থেকে।
সে বল যেন যাদু ভরা
আঠায় ভরা গা,
সেই গায়েতে আটকে আছে
প্রাণী কূলের পা।
কেউ পড়েনি সেখান থেকে
ভারি মজার খেল,
ছুটছে যেন টিকটিকি সব
উঠছে বয়ে দেল।
ভাবছি যখন এসব খেলা
কেমন করে হয়,
জেগে দেখি বিছানাতে
রথের উপর নয়।
সেই থেকে রোজ ভাবি মনে
যখন বড় হবো,
দেশের সেরা বিজ্ঞানী এক
তখন আমি হবো।
______________________________________
মানস বন্দ্যোপাধ্যায়
জগমোহনপুর,হরিপুর,হুগলী
চিত্রঃ সংগৃহীত
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন