প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

পাশাপাশি
১। নীপ/ অচিন্ত্য কুমার সেনগুপ্তের উপন্যাস: প্রথম___ফুল ৩। রাজা ধৃতরাষ্ট্রের সময়কালে হস্তিনাপুরের মন্ত্রী, জ্ঞানী ৫। লাল রঙের টক স্বাদের ছোট ফল ৬। যুদ্ধ ৮। সদয়, দুঃখপূর্ণ ১০। কল্যাণ, অনুগ্রহ ১২। রাজস্ব প্রদানকারী ১৪। গরু বা ঘোড়ায় টানা গাড়ির চালক ১৫। চুলা বা উনুন ১৬। চিনি দিয়ে প্রস্তুত কদম ফুল আকারের মিষ্টান্ন বিশেষ
উপরনিচ
১। কৃষ্ণের মামা ২। গঙ্গার বাহন; জ্যোতিষে রাশিচক্রের দশমতম রাশি ৩। বিচার করেন যিনি ৪। সমর ক্ষেত্র ৭। মৌমাছি ৯। রক্ত ১০। বাংলা ভাষা___হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, উচ্চারণ করা হয়েছে এমন ১১। কয়েদখানা, শ্রীঘর ১২। স্বর্ণ ১৩। চাঁচ, বাঁশের চাঁচারি দিয়ে প্রস্তুত আচ্ছাদন
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
১।গহ্বর ৩। তোষক ৫। তরুলতা ৬। বহন ৮। পাখিসব ১০।অন্তহীন ১২। পলক ১৪। যাযাবর ১৫। রঙিন ১৬।বল্লম
উপর নিচ
১। গরিব ২। রতন ৩। তোতাপাখি ৪। কলরব ৭। হসন্ত ৯। সকল ১০। অন্ধকার
১১। হীনযান ১২। পরব ১৩। কলম।🤗
__________________________________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ৩ -এর উত্তরঃ
১। কুবলাই খান ২। কুন্তী ৩। পাউন্ড স্টার্লিং ৪।প্লাটিপাস ৫। অ্যাট দ্য রেট চিহ্নকে (@)। 🤠🤠🤠
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন