প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

বড়দিনে স্যানিটাইজার রহস্য
কাল ২৫শে ডিসেম্বর, জিশু খ্রিস্টের জন্মদিন। এই দিনটি আমাদের কাছে বড়দিন নামে পরিচিত, এই কথা গুনগুন ছোট থেকেই শুনে আসছে। আজ সারাদিন সে খুব ব্যস্ত। মায়ের সাথে কেক বানানো, ক্রিসমাস ট্রি সাজানো, ঘর সাজানো … অনেক কাজ। রাতের বেলায় সে সান্তা দাদুর জন্য কিছু উপহার রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো।
আজ বড়দিন। গুনগুন সকালে ঘুম থেকে উঠে দেখল যে, সান্তা দাদু তার রাখা উপহার গুলো নিয়ে গেছে এবং গুনগুনের মনের মতো উপহার গুনগুনকে দিয়ে গেছে।তাই সে খুব খুশি। আজ আবার তার একটি নাচের অনুষ্ঠান আছে। দুপুরে খাওয়ার পর নাচের অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে মা বাবার সাথে সে সেখানে গেলো। অনুষ্ঠানে সবাই কোভিড বিধি মেনেছিল যেমন দূরত্ব রেখে বসা, হাত স্যানিটাইজ করা, মাস্ক পরা। গুনগুন ও বারবার হাত স্যানিটাইজ করছিল।
বাড়ি ফিরে ব্যাগ থেকে সব বার করে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে মা হঠাৎ চিৎকার করতে লাগলো, 'স্যানিটাইজার টা কোথায় গেলো ?'বাবা বলল, ' কোথায় আর যাবে, ব্যাগেই আছে। মা বলল ব্যাগে নেই। তাই শুনে গুনগুন বলল নাচের সময় মাঠে বারবার হাত স্যানিটাইজ করছিলাম তখন হয়ত মাঠে পড়ে গেছে। মা সারা বাড়ি খুঁজতে লাগলো। কিন্তু কোথাও পেলো না। রাতে ওয়াশিং মেশিন চালানোর পর কেমন একটা শব্দ শুরু হল। মা মেশিন বন্ধ করে মেশিন টা খুলে পেয়েছি পেয়েছি বলে চিৎকার করে উঠলো। বাবা আর গুনগুন বলল কি পেয়েছ? মা বলল এই যে স্যানিটাইজার, বাগ থেকে মাম্মামের নাচের ড্রেস বের করে মেশিন এ দেওয়ার সময় স্যানিটাইজারটাও দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি। সবাই এক সঙ্গে হোহো করে হেসে উঠলো।
______________________________________________
Class : III
Mount Zion School
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন