Featured Post
ছড়া ।। শিশুর সাথী হাতি ।। মানস বন্দ্যোপাধ্যায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
শিশুর সাথী হাতি
মানস বন্দ্যোপাধ্যায়
ঠিক যেন চার পায়ে পাজামা পরে
চারখানা থাম হাঁটে থপ থপ করে,
বিরাট শরীর তার বড় যেন ছাদ
ছোটরা দেখতে চায় মনে খুব সাধ।
ছোট্ট মাথার পাশে দুটো কান কুলো
গজদাঁত দুটো যেন ঠিক সাদা মূলো,
প্যাঁচানো পাইপ সম তিন ফুট নাক
যতকিছু খেতে দাও খেয়ে করে ফাঁক।
শরীরেতে বড়, চোখ খুবই ছোটো
শান্ত সভাব তার মন নয় খাটো ,
শিশুদের মন কাড়ে ওই বড় হাতি
স্বপ্নের জাল বোনে শিশু মন সাথী।
মানুষের পোষ মানে শোনে কত কথা
মাহুতের মার খেয়ে পায় শত ব্যাথা,
জঙ্গলে কাঠ আর লোক বয় পিঠে
সার্কাসে খেলা তার লাগে বড় মিঠে।
__________________________
মানস বন্দ্যোপাধ্যায় গ্রাম-জগমোহনপুর, পোষ্ট- হরিপুর
জেলা-হুগলী, সূচক-712701
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন