প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ,39th issue: February 2025

সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজো খুব আনন্দে কেটেছে নিশ্চয়। জানি অঞ্জলি দেওয়ার সময় মায়ের কাছে প্রাণ ভরে প্রার্থনা করেছো যাতে পড়াশুনো ভালো হয়। মনে প্রাণে যেটা চাইবে সেটা কিন্তু অবশ্যই পাবে। তাই এইরকম ভালো চাওয়া যেন চাইতে ভুলো না। মা তোমাদের নিরাশ করবেন না। বিশ্বাস রেখো। এদিকে শীত ধীরে ধীরে কমতে শুরু করেছে।আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এইসময় বিভিন্ন রোগজারি হয়। সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও। পড়াশুনোর সাথে সাথে আঁকা ও লেখার কথা মনে রেখো। মনমতো আঁকা-লেখা হলেই পাঠিয়ে দিও কিশলয়ের দপ্তরে। ভালো থেকো সবাই। সবাইকে ভালো রাখার চেষ্টা করো। শুভকামনাসহ - প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল। কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক, কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ। ৮ই ফেব্রুয়ারি , ২০২৫ ============= বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি। প্রচ্ছদ-চিত্রঃ ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত। -------------০০০------------- ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন