ছড়া ।। আকাশটাকে খোঁজে ।। দীনেশ সরকার
আকাশটাকে খোঁজে
দীনেশ সরকার
পড়তে বসলে জানলা দিয়ে মন ছুটে যায় দূরে
গাইছে পাখি ওই যে গাছে মিষ্টি-মধুর সুরে।
কিংবা যখন হাত বাড়িয়ে আকাশ আমায় ডাকে
পড়ার পাতায় মন আমার কি বাঁধা তখন থাকে?
পূবের হাওয়া কড়া নাড়ে যখন আমার দোরে
কিংবা অলি গুনগুনিয়ে চতুর্দিকে ঘোরে
প্রজাপতি পাখা মেলে ওড়ে ফুলের মেলায়
কখন যেন অবুঝ এ মন যায় হারিয়ে হেলায়।
কাঠবেড়ালি কাটুস্-কুটুস্ আমার দিকে তাকায়
মন তখন কি আটকে থাকে পড়ার বইয়ের পাতায়?
টুনটুনিটা তিড়িং-বিড়িং পুচ্ছ নাচায় গাছে
মনটা বাঁধা তখন কি আর অঙ্কখাতায় আছে?
অঙ্ক কষতে ভুল হয়ে যায়, পড়া যাই যে ভুলে
স্যারের বকা মাঝে মাঝেই খাই আমি ইস্কুলে।
মনকে আমি কত্ত বোঝাই, মন তবু কি বোঝে
সুযোগ পেলেই জানলা দিয়ে আকাশটাকে খোঁজে।
********************************************
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন