Featured Post
দুটি ছড়া ।। কাজী সামসুল আলম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
দুটি ছড়া ।। কাজী সামসুল আলম
(১)
ইচ্ছে করে
ইচ্ছে করে আকাশ হতে
নীল ছড়াবো সারা মাঠে
মুক্তো সকল পড়বে ঝরে
ঝিনুক থেকে পুকুর ঘাটে।
ইচ্ছে করে সূর্য হয়ে
আলো ছড়াই নীল গগনে
মেঘলা আকাশ দূর হয়ে যাক
বৃষ্টি বাদল শীত লগনে।
ইচ্ছে করে শুকতারা হই
বিরাজ করি নিশিকালে
জ্বলবো উঠে ঝলমলিয়ে
কৃষ্ণপক্ষে চাঁদ ঘুমালে।
ইচ্ছে যে হয় চন্দ্র হয়ে
ঘুরে বেড়াই অক্ষরেখায়
নয়ন মেলে দেখব রাতে
এই ধরণী কেমন দেখায়।
ইচ্ছে করে স্বপ্নগুলো
যাক ভেসে যাক সাগর জলে
বাউল হয়ে গান গেয়ে যাই
একলা বসে তরুতলে।
(২)
হলুদ পাখি কুটুম পাখি
হলুদ পাখি কুটুম পাখি
হলুদ রঙা পাখি
দুপুরবেলা নিঝুম কালে
করিস ডাকাডাকি।
কী যেন তুই ডেকে উঠিস
নিজের আপন মনে
লজ্জা পেয়ে মুচকি হাসে
লাজুক রাঙা কনে।
ঠকর ঠকর কাঠঠোকরা
ঠুকছে যে ঠোঁট গাছে
তুই যে ডাকিস বৌ কথা কও
শুনছে মাঝে মাঝে।
রাঙা ঠোঁটে সুর সেধেছিস
হলুদ কামিজ গায়ে
দেখতে দারুণ বেশ সেজেছিস
কালো ঘাগরা পায়ে।
===================
কাজী সামসুল আলম
বাসুদেবপুর
পোঃ খঞ্জনচক
হলদিয়া
জেলা- পূর্ব মেদিনীপুর
পিন- ৭২১৬০২
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন