Featured Post
কবিতা ।। কিছু কথা ।। রণেশ রায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কিছু কথা
রণেশ রায়
কথাগুলো জটিল বটে, তবু বলি তোমাকে
যদি তা মন্দ কথা ভুল বুঝ না আমাকে
কিছু কথা বেশ নরম কিছু কথা রুক্ষ
কিছু কথা মোটা কিছু বড় সূক্ষ
কিছু কথা স্বপনে কিছু কথা মরমে
কিছু কথা ধর্মে কিছু কথা কর্মে
কথা কিছু গাছে ফলে কিছু ফলে মগজে
কিছু বলে স্বজনে বলে কত সহজে
কিছু বলে দেখে কিছু বলে শুনে
ক'টা কথা সত্যি নিও ঠিক গুনে
কিছু কথা শীতল তা ভাসে বাতাসে
কিছু কথা গরম জ্বলে যা আকাশে
নিচু গলায় ছোট্ট কথা সে কথায় চমক
উঁচু গলায় বড় কথা সে কথায় ধমক
কিছু কথা ক্লান্ত কিছু কথা অক্লান্ত
কিছু কথা ভ্রান্ত কিছু কথা অভ্রান্ত
কথা কিছু শান্ত কিছু কথা অশান্ত
কিছু কথা মৃত কিছু জেন জ্যান্ত
কিছু কথা আক্রোশে কিছু কথা ক্রোধে
কিছু বলে অবোধে কিছু বলে বোধে
কিছু কথা গালি পারে পারে তা দূর্জনে
সে কথা লুকিয়ে থাকে দরজার পেছনে।
কিছু কথা কিনে আনে অনেক খরচ করে
কিছু কথা ভেসে আসে খড়কুটো ধরে
কিছু কথা প্রাঙ্গনে কিছু কথা অঙ্গনে
কিছু কথা প্রেমে জন্ম তার মনে
কিছু কথা হৃদয়ের কিছু কথা মুখের
কিছু কথা সুখের কিছু কথা দুঃখের
কিছু কথা মনে কিছু কথা বনে
শান্তির সে কথা পোড়ে না দহনে
কিছু কথা বলে সে নির্জনে
যদি দেখা পায় তোমাযর বিজন বিহনে
আপন যে কথা রাখি তা তুলে
সে কথা কখনও যাই না যে ভুলে
শুনতে চাই না যে কথা অপ্রিয় সত্য
কানে তা মূর্ছা যায় সে কথা অকথ্য
কখনও কোন প্রিয় কথা আসে সন্তর্পনে
কানে কানে প্রেমকথা বসে বাতায়নে
যে কথা কঠিন কথা আসে তা ধেয়ে
বলে যায় অপ্রিয় রাখে না লুকিয়ে
শেষ কথা বলি দিয়ে শোন মন
সব কথা বলতে নেই কিছু রেখো গোপন।
______________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন