প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

শব্দখেলা -৩ ।। প্রিয়ব্রত দত্ত
পাশাপাশি
১। গর্ত ৩। বিছানার গদি ৫। কোন্ দেশেতে _____; গাছের লতানো অংশ ৬। নিয়ে যাওয়া ৮। _________ করে রব, /রাতি পোহাইল ১০। শেষ নেই এমন ১২। চোখের পাতা ১৪। যাদের স্থায়ী বাসা নেই; ঘুরে ঘুরে বেড়ায় ১৫। বর্ণযুক্ত ১৬। বর্শা
উপরনিচ
১। নিঃস্ব ২।রতনে ______ চেনে, / শেয়ালে চেনে কচু ৩।আতা গাছে _______, / ডালিমগাছে মৌ ৪। হইচই ৭। হলন্ত চিহ্ন ৯। সব ১০।_______ এর উৎস থেকে উৎসারিত আলো; তমসা ১১। বৌদ্ধধর্মে দুই যানের একটি ১২। উৎসব ১৩।লেখকের অস্ত্র
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
১।সরল ৩।বেদনা ৫।লাগসই ৬।গবেট ৮।পানিফল ১০।আনারস ১২। কালিকা ১৪।তরমুজ ১৫। কিশল ১৬। লবন
উপর নিচ
১। সজাগ ২। ললাট ৩।বেইমান ৪। নারকেল ৭।বেদানা ৯। ফজলি ১০। আমলকি
১১। রসাতল ১২। কাজল ১৩। কানন
__________________________________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ২ -এর উত্তরঃ
১। গ্রীনল্যান্ড (২১, ৭৬,০০০) ২। অ্যালবুমিন ৩। কলকাতা ৪। ১৪ টি ৫। ইউক্লিড।
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন