Featured Post
কবিতা।। দুটি কবিতা ।। তীর্থ মণ্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
দুটি কবিতা
তীর্থ মণ্ডল
তোতা পাখি
তোতা পাখি তোতা পাখি,
কেন করো ডাকাডাকি।
সকাল থেকে সন্ধ্যে,
মনের আনন্দে।
জঙ্গলে ও পাহাড়ে,
কী সুন্দর বাহারে।
উড়ে বেড়াও নিজের খেয়ালে,
কী সুন্দর লাল ঠোটটি তুলে।
কত কিছু খাও,
কোথা থেকে পাও?
গাছ সবুজ,
তুমিও সবুজ।
সবুজে সবুজে বেশ বোঝাপড়া,
নেই কোন লেখাপড়া।
বনে বাঁদারে ঘুরে বেড়া,
সকাল থেকে উড়ে বেড়া।
ঘুম পেলে ঘুমাও,
খিদে পেলে খাও।
নেই কোন কাজের চাপ,
কোঁটরে শুধু বসে থাক।
হোতাম যদি তোতাপাখি,
কী সুন্দর ডাকাডাকি।
থাকতো না কোন চাপ,
চুপটি করে থাক ।।
সুন্দর এক পতঙ্গ
রঙবেরঙের ফুলঝুরি,
তুমি আমাদের
সবার মন কর চুরি।
সত্যি কী অদ্ভুত
তোমার ঐ রুপ,
লাল, নীল, সাদা, কালো
তোমার ঐ স্বরূপ।
উড়ার জন্য আছে ডানা
উড়তে নেই মানা,
চলার জন্য আছে পা
যেথা খুশি যা।
দুই জোড়া ডানা
তিন জোড়া পা,
মাথায় দুটি শুড় আছে
দুটি চোখে দেখতে থাকে।
খাও তুমি ফুলের মধু
দেখতে ভীষন জাদু,
খাও দাও ঘুড়ে বেড়াও
আকাশেতে উড়ে বেড়াও।
ফুলের মধ্যে বসে
ডানা গুলি মেলে,
শূড় দুটি নাড়িয়ে
শরীর হেলে দুলে।
সারাদিন কী যে করো
কী তুমি খোঁজ,
গাছের ডালে ডালে
ফুলের সন্ধানে।
কতদূর উড়ে যাও
হেথা ও সেথা,
ভবঘুড়ে হয়ে বেড়াও
নেই কোন ব্যথা।
নেই তোমার সকাল
নেই তোমার বিকাল,
তুমি হলে প্রজাপতি
প্রকৃতির সুন্দর সৃষ্টি ।।
___________________________________
তীর্থ মণ্ডল
গ্রামঃ-ফতেপুর
পোষ্টঃ-চুড়র
থানাঃ-খয়রাশোল
জেলাঃ-বীরভূম
পিনঃ-৭৩১১৩৩
রাজ্যঃ-পশ্চিমবঙ্গ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন