প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ শিল্পীঃ সোহম দত্ত, অষ্টম শ্রেণি বর্ধমান সি.এম.এস.হাইস্কুল, রথতলা, পূর্ববর্ধমান।
শীত এসে গেল। এখন হাল্কা শীতের আমেজ। অনেকদিন পর আবার বড়দের স্কুল খুলে গেছে। বন্ধুদের সাথে, মাস্টার মশাই-দিদিমণিদের সাথে আবার দেখা হচ্ছে। সকলে নিশ্চয় খুব খুশি। তার সাথে আছে শীতের হরেক মজা - চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া, পিকনিক, বড়দিনের কেক খাওয়া, ঘুড়ি ওড়ানো, কত কী! গ্রামে গ্রামে এখন নবান্ন, মুঠ পুজো, ইতু পুজো। সামনে আসছে মকর সংক্রান্তির মেলা, তার সঙ্গে নলেন গুড়ের পিঠে-পুলি খাওয়া। এখন শুধু আনন্দ আর খাওয়া-দাওয়ার দিন।
কিশলয়ের ডিসেম্বর সংখ্যা শীতের মজাটা বাড়িয়ে দিতেই হাজির। নতুন নতুন লেখা, আঁকা, ক্যুইজ, শব্দছক নিয়ে। লেপের তলায় নতুন কিশলয়ের সাথে শীতের আমেজেটাকে জমিয়ে উপভোগ করো। তবে পড়াশোনা বাদ দিয়ে নয় কিন্তু। আর স্কুলে সকলে মাস্ক পরে যাচ্ছ তো? টিফিন খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, পারলে স্যানিটাইজার ব্যববহার করো মুখে হাত দেওয়ার আগে। সকলে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। আর পড়ার ফাঁকে ফাঁকে লেখা আঁকার মধ্যে নিবিড় আনন্দটুকু খুঁজে নিয়ে তোমার ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও।
শুভকামনাসহ--
=======000=======
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন