Featured Post
ছড়া ।। রুদ্র বৈশাখ ।। দীনেশ সরকার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রুদ্র বৈশাখ
দীনেশ সরকার
রুদ্র বৈশাখ নেই হাঁকডাক চারিদিক শুনশান
কুপিত তপন দগ্ধ ভুবন প্রাণ করে আনচান ।
ফুটিফাটা মাঠ শুনশান ঘাট জল কোথাও নাই রে
জল-জল ক'রে পশুপাখি মরে জল কোথায় পাই রে।
বটের ছায়ায় কুকুর হাঁপায় লালা ঝরে জিভ দিয়ে
শ্রান্ত পান্থ বড়ই ক্লান্ত ঝিমোয় তৃষ্ণা নিয়ে।
শুধু বটগাছ ভোর থেকে সাঁঝ অকাতরে দেয় ছায়া
মাথা তুলে থাকে বৃষ্টিকে ডাকে বুক ভরা তার মায়া।
পাখি তৃষ্ণায় ডানা ঝাপটায় জল খুঁজে খুঁজে ফেরে
চাতক তাকায় নীল নীলিমায় ওরে মেঘ, জল দে রে।
নিদারুণ খরা শুষ্ক এ ধরা নেই কেহ ভালো আজ
তরু-লতা হায় বিবর্ণ প্রায় নেই যে সবুজ সাজ।
ইসকুল ছুটি হাসি গেছে টুটি খোকা-খুকু মুখ ভার
ঘরে সারাক্ষণ বন্দি জীবন ফিরে কি এলো আবার!
সদা মনমরা হয় না তো পড়া বৃষ্টিকে শুধু ডাকে,
আয় রে বৃষ্টি বাঁচা রে সৃষ্টি সবে যেন ভালো থাকে।
********************
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন