Featured Post
কবিতা ।। কুর্ণিশ ।। প্রহ্লাদ কুমার দাশ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কুর্ণিশ
প্রহ্লাদ কুমার দাশ
রবি নাম ধারী যেন রবি সমতুল্য।
সাহিত্যের কর্ণধার হয়ে করলে পদার্পণ তুমি যে অমূল্য।।
দিগন্তে বিস্তির্ণ এই সাহিত্যে, সকল ক্ষেত্র ওগো কবি তোমার পদচারণে।
বিপুলা এই অঙ্গন ধন্য, তোমার পরশের জন্য সৃষ্টি হয়েছে নতুন ধারা তোমারই আগমনে।।
সাহিত্য গুরু তুমি, তুমি কবিদের কবি তুমিই বিশ্বের কবি।
তোমার আগমনে, সাহিত্য সেজেছে নতুন প্রাণে মহিমা তোমার গগন চুম্বি।।
তুমি প্রভাতের রঙিন সূর্য, তুমি ভানু সিংহ সকল কবির আঁধার।
তোমায় ছাড়া ছোট গল্প নিছকই আকাশ-কুসুম ভাবনার।।
সার্থক ছোট গল্পের জনক হে গুরু জন্মেছিল সাহিত্যের কান্ডারী রূপে।
সাহিত্যের উজ্জল নক্ষত্র তুমি প্রণাম শত কোটি প্রণাম হে কবি, তোমার চরণে।।
এই বিপুলা সাহিত্যের অঙ্গন, করতে পারি যেন সামন্য পদচারণ করো মোরে এই আশিস।
ভগবানের প্রেরিত দূত তুমি তোমার বিদ্যাকে জানাই কুর্ণিশ।।
_____________________________________________________________
প্রহ্লাদ কুমার দাশ
জেলা- সাতক্ষীরা
থানা - আশাশুনি
গ্রাম- বল্লভপুর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন