Featured Post
ছড়া ।। সমাজবন্ধু ।। শীলা সোম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সমাজবন্ধু
শীলা সোম
মাঠেতে ফলায় ধান, চাষী করে চাষ,
মোরা সব শস্য পাই, খাই বারোমাস।
কাপড় যোগান দেয়, তাঁতী ভাই যারা,
মাটির জিনিস গড়ে,যত কুমোরেরা।
বাড়ি বাড়ি গোয়ালা যে দুধ করে ফেরি,
কামার লোহার জিনিস বানায় বাহারী।
নদী পুকুর হতে, জেলে আনে ধরে মাছ,
পাকা বাড়ি বানানো, রাজমিস্ত্রীরই কাজ।
কাঁচা বাড়ি তৈরী করে, তারাই ঘরামি,
ছুতোর কাঠের জিনিস, বানায় যে দামী।
চুল, নখ কেটে নাপিত , রাখে পরিষ্কার,
ধোপারা কাপড় কাচে, দিয়ে যে আছাড়।
অসুখ সারিয়ে সুস্থ করেন ডাক্তার,
শিক্ষক ছাত্র গড়েন, ভুল নেই তার।
ঝাড়ুদার ঝাঁট দেয়, মেথর নোংরা ঘাঁটে,
কলুষ্মুক্ত করে, ছোটো নয়কো মোটে।
গাছেতে ফোটায় ফুল, মালীরা যতনে,
সেবাই পরম ধর্ম, সেবিকা যে জানে।
জুতো সেলাই করে দেয়, তারা হলো মুচি,
জামা কাপড় তৈরী করে, তারা দরজি।
পুরোহিত পূজো করেন, মামলা মোক্তার,
রয়েছে যে কত কাজ, এ বিশ্ব মাঝার।
সমাজবন্ধু তারা, মোদের প্রিয়জন,
তাদের কথা সদাই রাখবো স্মরণ।।
_____________________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন