প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

সেরা ভারতবর্ষ
দীপক পাল
আসা যাওয়ার মাঝখানেতে
সব ই যে যাই ভুলে,
মনে হয় সব ছেড়ে ছুড়ে
রাখি সবই তুলে।
সবই যখন জানা আছে
চাওয়া পাওয়ার মানে
তবে কেন ভাবতে যাবো
পিছন ফেরার টানে।
সব কিছুকেই ভুলে গিয়ে
উঠে পড়ি ট্রেনে
কু ঝিক ঝিক কু ঝিক ঝিক
চলবো পথটি চিনে।
পাহাড়ে বা সমুদ্দুরে
টানে আমার মন
জঙ্গল বা মরুভূমি
কিসেই বা টান কম।
ইতিহাসের হাতছানিতে
চলবো চিতোর হাম্পি,
কেদার বদ্রী কামাখ্যাতে,
দিল্লী আগ্রা কম কি?
কাশ্মীর আর হিমাচলে,
দেখার কতই আছে;
তিরুপতি রামেশ্বরম
যাব বেনারসে।
এমনি কত দেখার আছে
ঘুরবো সারা বর্ষ,
সবার প্রিয় আমাদেরই
সেরা ভারতবর্ষ ।
_______________________
দীপক পাল
ডায়মণ্ড হারবার রোড
কোলকাতা-৭০০১০৪
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন