Featured Post
কবিতা ।। নিশুতি রাত ।। গোপা সোম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নিশুতি রাত
গোপা সোম
দিনের আলো যবে আসে কমে, হয় রাতের বেলা,
রাত যত গভীর হয়, আসে নিশুতি রাতের পালা।
নিশুতি রাতে জমাট আঁধার, নেই কোথা ও আলো,
ছম্ছম্ করে গা যেন, যে দিকেই তাকাই কালো।
ঘুটঘুটে ঐ অন্ধকার , পথ-ঘাট, সব যে শুনশান,
পৃথ্বী যেন মনুষ্য বিহীন, নেই যেন কোনও প্রাণ।
নিশুতি রাত আবার বড় প্রিয়, নিশাচরদের কাছে,
দলবল নিয়ে বেরোয় তারা, অন্ধকারের ই মাঝে।
পেঁচা, বাদুড়, দিনে ঘুমোয়, চোখে দেখে না ভালো,
নিশুতি রাতে, চোখেতে তাদের, জ্বলে যেন আলো।
আওয়াজ করে, মাঝে মাঝে, বিকট সে চিৎকার,
বিদীর্ণ করে, রাত্রির বুক, এপাড় হতে ওপাড়।
আছে মানুষ রূপী নিশাচরও, মোদের সমাজে,
গৃহ ছেড়ে বেরোয় তারা চুরি-ডাকাতির কাজে।
রাতের বেলায় মুখ বাঁধে, না যাতে পড়ে ধরা,
দিনে বন্ধু-পরিজনের সাথে চালায় মহড়া।
নিশুতি রাতের পাপ কর্ম, আবৃত আঁধারে,
রবির কিরণে মলিনতা নিমেষে যায় সরে।
গ্রহ সন্নিবেশে চলে সদা, আলো-আঁধারির খেলা,
পৃথ্বীর এধারে আঁধার হলে, ওধারে আলোর মেলা।
দিবা রাত্রি চলে যে ছন্দে, নিত্য-কর্ম সূচী,
মানুষ চলে, নিজের মত, যার যার অভিরুচি।
_________________________________________
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন