প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

যদি কভু দেখ ভাই
হাতি করে তাই-তাই,
চুপ করে দেখে যাবে,
বলার কিছুই নাই।
শোন যদি কোনো জনে
গালি দেয় অকারণে,
চুপ করে শুনে যাও,
বলার কিছুই নাই।
যদি দেখ কেউ মরে
বাস-গাড়ি চাপা পড়ে,
চুপ করে সরে যাবে,
করার কিছুই নাই।
হয় যদি অবিচার,
সব ভালো সবি তার।
চুপ-চাপ দেখে যাও,
বলার কিছুই নাই।
দ্বেষ যদি লোক খায়,
সভ্যতা হেরেই যায়।
চুপটি করে ভুলে যাও,
দুঃখের কিছুই নাই।
শত্রু যদি তোমা' দেশে
উড়ে এসে জুড়ে বসে,
চুপ-চাপ সয়ে যাও,
ভয়ের কিছুই নাই।
পাখি যদি ঘাস খায় ;
গরু যদি উড়ে যায়,
চুপ করে থেকে যাও,
ভাবার কিছুই নাই।
এ সমাজে সবি হয় :
সত্যটা সত্য নয়।
চুপ-চাপ থাকা ভালো,
বলার কিছুই নাই।
মুখ যেখানে খুলেছ,
সেখানে তুমি মরেছ।
কারণ, আমরা জানি যে
"বোবার শত্রু নাই !"
_________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন