Featured Post
ছড়া ।। পশুরাজ ।। মানস বন্দ্যোপাধ্যায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
পশুরাজ
মানস বন্দ্যোপাধ্যায়
পশুদের রাজা তিনি জঙ্গলে বাস
মেজাজি চলনে চলে খায় শুধু মাশ ,
সুঠাম শরীরে যেন জিম করা বুক
মেদহীন কোমরেতে মনে কত সুখ ।
মাথায় ঝাঁকড়া চুল গোঁফ ভরা মুখ
দুই হাত লম্বা লেজ নাড়ে চুক চুক ,
আগুনের গোলা তার দুই চোখে ভরা
দেখলেই বুক কাঁপে ভয়ে আধ মরা।
রেগে গেলে বনকাঁপা হুঙ্কার পাড়ে
তাই শুনে পশু পাখি বনভূমি ছাড়ে ,
গুন আছে একটাই খিদে পেলে খায়
তার আগে কক্ষনো শিকারে না যায় ।
সিংহ নাম তার পশুকূল প্রজা
পশুরা মান্য করে তিনি পশুরাজা,
মানব শিশু মন মামা বলে ডাকে
ভয়ংকর তবু সে শিশুমনে থাকে।
________________________________________
গ্রাম -জগমোহনপুর, পোষ্ট- হরিপুর
জেলা-হুগলী,সূচক-712701
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন