Featured Post
ছড়া ।। মেয়ের বিয়ে ।। রণেশ রায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
মেয়ের বিয়ে
রণেশ রায়
দেবে নাকি মেয়ের বিয়ে
জানলাম আমি দিল্লী গিয়ে,
মেয়ের বিয়ে দেবে বলে
পাত্র খুঁজে হন্যে হলে?
বলি তোমায় এই বেলা
পাত্র আমার চেনা মেলা,
কলির কেষ্ট হাঁদারাম
মন্দ নয় তো জয়রাম,
রঙটা নয় তেমন কালো
অন্ধকারে দেখায় ভালো,
মুখটা তার হুলোর মত
ভিড় করেছে ফোঁড়া যত,
কোরো নাকো সন্দ
পাত্র নয় সে মন্দ,
লেখাপড়ায় বোলো না আর
পাশ দিয়েছে টুকে এবার,
ছেলের ভাই পকেটমার
ধরা পড়ে বার বার,
জেলখানায় তার বাস
সে জেনো সৎ খাস।
আরেকটা ভাই গুন্ডা তাই
ছুরি চাকু হাতে সদাই;
আর দু'ভাই!
একটা ভোঁদড় একটা বাঁদর
তাদের জেনো বড় আদর।
জয়রাম সে মাথার রোগী
তাই নাকি তৃণ ভোগী,
কিন্তু জেনো মুরগি পেয়ে
খায় সে খুব রসিয়ে।
কেষ্ট বিষ্ট আত্মীয় তার
বড় ইজ্জত তাই আবার,
বাবার যখন বয়স শত
হলেন তিনি তখন গত।
আসি এবার দাদার কথায়
সে জেনো বিনয়ী বেজায়,
দাদা নাকি ফেরের বাজ
দেখ তার কেমন সাজ
সে তার গার্জেন আজ
নেই তার কোন কাজ,
অন্যের মেরে নিজে খায়
তাই সে লজ্জা পায়,
বড় আনন্দ তার
ভাই এর বিয়ে এবার,
নেই তার দাবি ভারী
একটা বাড়ি দুটো গাড়ি।
দিলাম তোমায় পাত্রের খবর
বল সে কেমন জবর!
শোন বলি আমি এবার
দেরী কিন্তু করো না আর,
বাবারা দাঁড়িয়ে লাইন দিয়ে
যদি মেয়ের কপালে বিয়ে।
ঘটক বিদায় দাও এবার
তারপর যাও যেথায় যাবার,
জার্সি গরু একটা
বাদ যায় না যেন খাটটা,
মূল্য ধরে দিও দশ হাজার
এক পয়সা কম নয় তার।
____________________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন