শব্দখেলা -৫ ।। কার্তিক চন্দ্র পাল
পাশাপাশি
১। ঔদাসিন্য, বিরক্তি ৩। আত্মহারা, মুগ্ধ ৫। রমণেচ্ছা, কাম ৬। খুব অল্প সময়, মুহূর্ত ৮। নীলপদ্ম/ পদ্মফুল ১০। মূর্খ, আনাড়ী ১২। খুব, অত্যন্ত, শ্রেষ্ঠ ১৪। চক্রাকার, বলয়াকার বা গোলাকার ১৫। ঐশ্বর্য,ধন, বিষয়-আশয় ১৬। এক প্রকারের ছোট মাছ/ পক্ষীবিশেষ
উপরনিচ
১।বৃহৎ, বিশাল / প্রচুর ২। মাহাত্ম্য, গৌরব ৩। তোষামুদে পার্শ্বচর, চাটুকার, খোশামুদে ৪। উতপ্ত করবার উপযুক্ত ৭। হত্যা, বধ ৯। তরঙ্গ, ঢেউ ১০। আলস্যহীন ১১। ভিক্ষাচর্যা, ভিক্ষুকের পেশা ১২। মূল্যায়ন, পরীক্ষা, যাচাই ১৩। মিষ্টান্ন বিক্রেতা ও প্রস্তুতকারক, জাতিবিশেষ, মোদক
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ৪-এর উত্তরঃ
পাশাপাশি
১। কদম ৩। বিদুর ৫। করমচা ৬। সমর ৮। সকরুণ ১০। উপকার ১২। করদ
১৪। গাড়োয়ান ১৫। তন্দুর ১৬। কদমা
উপর নিচ
১। কংস ২। মকর ৩। বিচারক ৪। রণাঙ্গন ৭। মধুপ ৯। রুধির ১০। উচ্চারিত
১১। কারাগার ১২। কনক ১৩। দরমা
__________________________________________________________________________________________________
কার্তিক চন্দ্র পাল
বর্ধমান
_______________________________________________________________________________________
🎇🎇🎇 ক্যুইজ-৫🎇🎇🎇
প্রিয়ব্রত দত্ত
১। কৃষ্ণের গলায় যে মণিটি থাকতো তার নাম কী?🤔
২। ভারতের কোন মন্দিরকে 'দ্য টেম্পল অফ সেভেন হিলস' বলা হয়?🤔
৩। আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?🤔
৪। হাসির ভয়কে কী বলে?🤔
৫। প্রথম বাঙালী হিসাবে কে 'ভারতরত্ন ' পুরস্কার পেয়েছিলেন?🤔
__________________________________________________________________________
_
🌈🌈🌈ধাঁধা-৫🌈🌈🌈
🎯
প্রিয়ব্রত দত্ত
১। কি এমন জিনিস, যা এককোণে থাকে, কিন্তু সারা পৃথিবী ঘোরে?🤓
২। English Calendar অনুযায়ী কোন মাসে ২৮ দিন থাকে ?🥸
৩।এমন কোন বিষয় যা শেষ দিয়ে শুরু হয়?🤩
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ৪ -এর উত্তরঃ
১। কোঝিকোড় ২। মন্দাকিনী ও অলকানন্দা ৩। নীচু জমি ৪।ঘুর্ণী ৫। বাড়ি । 🤠🤠🤠
_________________________________________________________________________
গত মাসের ধাঁধা ৪-এর উত্তরঃ
১।বয়স বেড়ে যাওয়া।😜
২। তেজ পাতা ।😜
৩।পায়ের ছাপ।😜
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন