Featured Post
ছড়া ।। মহামানব ।। শীলা সোম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মহামানব
শীলা সোম
মোদের এক সান্টাক্লজ, মুখ ভর্তি সাদা দাড়ি,
গায়েতে তাঁর ঢিলেজামা, কাঁধের ঝোলাটা ভারী।
ঝোলাতে ভরা কবিতা ও গল্প, ছড়া, উপন্যাস,
কচিকাঁচা, কিশোর, যুবা, সবার ই মেটে আশ।
লাল জামাতে ঢাকা দেহ, মাথার পরেই টুপি,
ছড়িয়ে দিতে অনেক মজা, নেই তার কারচুপি
তিনি ও সান্টাক্লজ এনে, বড়দিনের খবর,
ফি বছর আসেন তিনি, চব্বিশে ডিসেম্বর।
পঁচিশে ডিসেম্বর দিনে, মাতা মেরীর কোলে--
জন্ম নেন মহামানব, ঘোড়ার আস্তাবলে।
গীর্জায় গীর্জায় প্রার্থনা, জ্বলে মোমেরই বাতি,
ঘন্টা ধ্বনি বেজেই চলে, প্রচলিত এই রীতি।
দিকে দিকে তাঁরই বাণী, ক্ষমা ও ভালোবাসার,
ক্রুশে বিদ্ধ হয়ে ও ক্ষমা করেছেন বারবার।
বৈশাখের ই খরতাপে পঁচিশের এক দিনে
জন্মেছিলেন মোদের সান্টা, সবাই নিয়েছে চিনে।
অন্ধকারের উৎস হতে ছড়িয়েছেন যে আলো,
ভুবন জয়ী বীর তিনি, দূর করেছেন কালো।
তিনি মোদের বঙ্গসন্তান, অন্য যিনি খ্রীস্টান,
মহামানব দুজনেই, অন্তরেতেই অধিষ্ঠান।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন