Featured Post
কবিতা ।। সাহিত্যের আঙিনায় এক কিশোর পাঠক ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সাহিত্যের আঙিনায় এক কিশোর পাঠক
গোবিন্দ মোদক
ঠাকুমার কাছে রূপকথা সব অনেক শোনা হলো,
এবার আমার হাতের কাছে 'ছড়া ও ছবি' এলো।
বোধোদয় এলো, হাসিখুশি এলো, এলো কথামালা,
রুমকির ছড়া, ঝুমকির ছড়া, এলো ছড়ার ডালা।
ভূতের গল্প, রাক্ষস-খোক্কস, রূপকথা যেন সত্যি,
আদুড়-বাদুড় চালতে-বাদুড়, ভয়ংকর সব দত্যি!
ছবিতে ছড়া বা ছবিতে গল্প, ছবি ভরা রামায়ণ,
মহাভারত বা পুরাণের গল্প তাও হল সমাপন।
জাতক কাহিনী, রাজাদের কথা, হিতোপদেশের গল্প,
ছোটোদের বই যতো মিঠে কড়া সংখ্যায় নয় অল্প!
উপনিষদের কাহিনীর সাথে বেদ ও পুরাণ মাখা,
মনযোগে পড়া সেসব কাহিনী ভালো করে মনে রাখা।
এরপর এলো ঠাকুমার ঝুলি, ঠানদিদিটার থলে,
মানবিকতার সত্যি কাহিনী তাও পড়ি বই পেলে।
তারপরে পড়ি সৃষ্টি-কাহিনী, জ্ঞান-বিজ্ঞান যতো,
পড়ে পড়ে যেন আশ মেটে না, পড়ি পাই যতো ততো।
এভাবেই পড়ি দেশ-বিদেশের ধ্রুপদী কাহিনী যতো,
এতো আনন্দ কোত্থাও নেই – বই পড়ে পাই ততো!
সারাটা জীবন সাহিত্য পড়ি, পড়ি সব সৎ সৃষ্টি,
এর সাথেই মিশেছে জীবন, এতে মিশে আছে কৃষ্টি!
_______________________________
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন