শব্দখেলা -১৬ ।। প্রিয়ব্রত দত্ত
পাশাপাশি
১। ফলোৎপাদন ৩। বসবাসের স্থান ৫। মোঘল সম্রাট আকবরের সভাসদ এবং পরামর্শদাতা ৬। আমিষ
রান্নার অপরিহার্য্য উপাদান ৮। ব্যথা স্থানে বেদনার অনুভুতি ১০। মৃত্যু পর্যন্ত ১২। একটি প্রিয় ঋতু ১৪। একটি অধাতব হালকা হলুদ বর্ণের মৌল ১৫। সবুজ যা হয়, তাজা ১৬। কর্তা।
উপরনিচ
১। নিঃস্ব, সর্বহারা ২। নব্য ৩।যার যথেষ্ট শক্তি আছে ৪। মহাপুরুষের মৃত্যু, অদৃশ্য হওয়া ৭। সহজে চলাফেরার উপযুক্ত ৯। সাদা বর্ণের ফুল বিশেষ ১০। গ্রীষ্মের ফল বিশেষ ১১। যুদ্ধযাত্রার সজ্জা ১২। লজ্জা ১৩।ডেকে পাঠানো ।
প্রিয়ব্রত দত্তবর্ধমান।
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ১৫-এর উত্তরঃ
পাশাপাশি
১। কদর ৩। বহন ৫। জনপদ ৬। মশক ৮। উৎপাৎ ১০। সরবৎ ১২। বানর
১৪। লতা গৃহ ১৫। নরম ১৬। নরক
উপর নিচ
১। কলম ২। রজক ৩। বদখতৎ ৪। নহবত ৭। শবর ৯। পালন ১০। সমাধান
১১। বকলম ১২। বাহন ১৩। রসিক।
_______________________________________________________________________________________
🌈🌈🌈ছোটদের ক্যুইজ-১৬🌈🌈🌈
🎯
(1) ইতিহাসের জনক কাকে বলা হয় ?
(2) মহাভারতের যুদ্ধে প্রবীণতম যোদ্ধা কে ?
(3) থাইল্যান্ডের রাজধানীর নাম কী ?
(4) সবচেয়ে বড় ফুলের নাম কী?
(5) আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম কী?
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
ছোটদের ক্যুইজ-১৫ এর উত্তর
(1) কোন গ্যাস শুঁকলে হাসি পায়? উত্তরঃ নাইট্রাস অক্সাইড
(2)পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কী? উত্তরঃ বাঘরোল
(3) কোন প্রাণীর চারটি পাকস্থলী ? উত্তরঃ গরু
(4) আমাদের রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী? উত্তরঃসান্দাকুফু (২৬০৬ মিটার)
(5) শুষ্ক বরফে কোন গ্যাস থাকে? উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন