Featured Post
কবিতা ।। তেপান্তরের কথা ।। সুবীর ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
তেপান্তরের কথা
সুবীর ঘোষ
তেপান্তরের মাঠের ছিল ঘনগভীর দুঃখ
ধূলিধূসর গা ছিল তার মাথা বড়ই রুক্ষ ।
আপনমনে থাকত পড়ে তেপান্তরের মাঠ
চান করবার জল ছিল না , তেষ্টাতে প্রাণ কাঠ ।
অনেককালের কথা যখন কাছেই ছিল বন
সবুজবনের আবেগ আদর ভালো রাখত মন ।
সে অরণ্য কবেই গেছে কুঠারজীবীর লোভে
প্রান্তরে তাই সূর্য একা ওঠে এবং ডোবে ।
হাওয়ার সঙ্গে তার ছিল খুব গভীর ভালোবাসা
গল্পগুজব ঢলাঢলির দিন গিয়েছে খাসা ।
প্রান্তর সে নীরব এখন একলা বেদম একা
সারাদিনেও একটা লোকের যায় না ছায়া দেখা ।
বৃষ্টি এসে ভেজায় না আর তেপান্তরের গা
পাখির দলও বলে না আর –একটু খেলে যা ।
রাত্রি হলে জ্বলত জোনাক কোথা আলোর পোকা
তেপান্তরের ভয় পেয়ে কী ঘুমোয় এখন খোকা ?
দিন যায় রাত যায় সেখানে দিনরাত সব এক
আকাশ বলে একটু হেসে আমার দিকে দ্যাখ ।
প্রান্তর এক শীতের বুড়ো মৃত্যুশীতল মূক
তেপান্তরের ঘোড়ার আওয়াজ নেই তো জাগরূক ।
গান গিয়েছে প্রান্তরের আর বাঁশির ধ্বনি নেই
হারিয়ে গেছে রূপকাহিনির রঙিন সুতোর খেই ।
এমন সময় ভরদুপুরে ডাকাত এলো তেড়ে
দেখল মেপে তিন প্রান্তর দৈর্ঘ্যে এবং বেড়ে ।
ব্যাপারটা কী ব্যাপারটা কী ব্যস্ত তেপান্তর
বলল ডাকাত---উঠবে এবার বহুতলের ঘর ।
______________________________________________
সুবীর ঘোষ
৩০১ আশ্রয় এ্যাপার্টমেন্ট
গ্রুপ হাউসিং , বিধাননগর
দুর্গাপুর—৭১৩২১২
চলভাষ—৯৯৩২৬৪০৯৪৯
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন