শব্দখেলা -১১।। কার্তিক চন্দ্র পাল
পাশাপাশি
১। অবাধ্য, ঝগড়াটে ৩। গাঁজা থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ ৫। সর্বদা, অনবরত ৬। তৃণনির্মিত আসবিশেষ ৮। সম্মিলিত, একত্রীভূত ১০। আড়ম্বর বা সমারোহপূর্ণ ১২। কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ ১৪। ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব ১৫। পেন্সিলের দাগ মুছতে ব্যবহৃত তরুক্ষীর থেকে প্রস্তুত স্থিতিস্থাপক পদার্থ বিশেষ ১৬। শহর
উপরনিচ
১। বাঁশের চাঁচারি দিয়ে প্রস্তুত আচ্ছাদন ২। ঢেউ; প্রবাহ ৩। ছানার তৈরি মিষ্টান্ন বিশেষ
৪। মতৈক্য, অনুমত ৭। যেখানে সহজে যাওয়া যায় না, দুর্বোধ্য ৯। সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ ১০। সমুদ্র, মেঘ ১১। গারদ, বন্দিশালা ১২। ষোল পণ, ১২৮০ টি ১৩। জাঁকালো, উৎকৃষ্ট, জোরালো।
কার্তিক চন্দ্র পাল
বর্ধমান
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ৯-এর উত্তরঃ
পাশাপাশি
১। অসীম ৩। গণিত ৫। লঙ্কাকাণ্ড ৬। নিলয় ৮। গোলপাতা ১০। বঙ্গভঙ্গ ১২। অতল
১৪। বাতায়ন ১৫। রাবণ ১৬। ললাট
উপর নিচ
১। অশনি ২। মলয় ৩। গণ্ডগোল ৪। তরুলতা ৭। লবঙ্গ ৯। পালিত ১০। বসুন্ধরা
১১। ভগবান ১২। অনল ১৩। লম্পট
_______________________________________________________________________________________
🎇🎇🎇 ক্যুইজ-১০🎇🎇🎇
প্রিয়ব্রত দত্ত
১। প্রথম খসড়া তে ফেলুদা কে নিয়ে লেখা কোন গল্পের নাম সত্যজিৎ রায় 'তোতা রহস্য' রেখেছিলেন ?🤔
২। কোন দেশে প্রথম কাগজের তৈরি টাকা চালু হয়েছিল ?🤔
৩। 'চিত্রভানু' ছদ্মনামে লিখেছেন কোন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব?🤔
৪। ওয়াল্ট ডিজনির মধ্য নাম কী ছিল?🤔
৫। নেতাজি সুভাষচন্দ্র বসুর জার্মানিতে যে বেতার কেন্দ্র স্থাপন করেন তার নাম কী ছিল?🤔
__________________________________________________________________________
_
🌈🌈🌈ধাঁধা-১০🌈🌈🌈
🎯
প্রিয়ব্রত দত্ত
১। একাল ও সেকালের মধ্যে তফাৎ কী?🤓
২। কখন ১১-এর সাথে ২ যোগ করলে ১ হয় ?🥸
৩। ইঁদুর ধরার জিনিসকে তিন অক্ষরে কী বলবে?🤩
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ১০-এর উত্তরঃ
১। ঘুরঘুটিয়ার ঘটনা ২। চিন ৩। বি.আর আম্বেদকর ৪। এলিয়াস ৫। আজাদ হিন্দুস্থান। 🤠🤠🤠
_________________________________________________________________________
গত মাসের ধাঁধা ১০-এর উত্তরঃ
১। এ আর সে।😜
২। ঘড়িতে; ১১+২= ১ টা।😜
৩। বিড়াল।😜
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন