প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

চাঁটি খেয়ে রবি সরকার
উঠল ভীষণ রেগে,
কড়া গলায় বলল হেঁকে
দেবো কামান দেগে!
ও পাড়ার নয়ন সাহা
যেই না খেল গাট্টা,
অমনি ভীষণ উঠল চটে
হচ্ছে নাকি ঠাট্টা!
কিলটা খেয়ে মিতুল বসু
ভেউ ভেউ ভেউ কাঁদে,
ঘুঁসি খেয়ে বলাই বারুই
পালিয়ে গেল ছাদে!
ধাক্কা খেয়ে ছিটকে পড়ে
বলল মনোজ মাঝি,
যত্তো সব উটকো ব্যাটা
ছুঁচো নচ্ছার পাজি!
হোঁচট খেয়ে লাফিয়ে উঠে
বলল সুনীল শর্মা,
থাকবো নাকো এদেশে আর
যাবোই চলে বর্মা!
এসব শুনে বিষম খেয়ে
বলল প্রদীপ নাগ,
কানমলাটা খাবি তোরা
ভাগ এক্ষুণি, ভাগ!
কামার কুমোর জেলে
বাসে ট্রামে রেলে,
হেসে গেয়ে খেলে
দিলে নিলে পেলে।
নাপিত ছুতোর তাঁতি
দাদু বাবা নাতি,
বাঘ গণ্ডার হাতি
ছড় লাঠি ছাতি।
ডাক্তার শিক্ষক চাষি
গরম টাটকা বাসি,
ঠাকুমা দিদা মাসি
দুঃখ কান্না হাসি।
শ্রমিক মেথর মালি
ইঁট পাথর বালি,
শূন্য ভরা খালি
কাগজ কলম কালি।
পিয়ন মুদি ময়রা
বাটা জিয়ল খয়রা,
আমলা হত্তুকি বয়রা
নমস্কার! মহাশয়রা!!
_______________________
গোবিন্দ মোদক
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন