কোনারক মন্দিরের ভয়াবহতা
সুজয় সাহা
কোনারক সূর্য মন্দির। যার নেপথ্যে লুকিয়ে আছে গা শিউরে ওঠার মতো রহস্যের গন্ধ । পুরী থেকে ৩৫কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি আজও সমস্ত বিশ্ববাসীর নিকট এক বিষ্ময়। এই মন্দিরের নানা আশ্চর্যজনক কাহিনী আজও জনশ্রুতি।জানা যায়,এ মন্দিরের চূড়ায় স্থাপন করা ছিল ৫২টন ওজনের একটি বিশাল চুম্বক। ইতিহাস অনুশীলন করলে জানা যায়,কোনারকের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল ১২৫৫খ্রিস্টাব্দে। পূর্ববঙ্গের রাজা প্রথম নরসিংহদেব বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রবনে এই সূর্য মন্দিরটি নির্মাণ করেন। গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্য নারায়নের রথের আকারে । উল্লেখ্য কোনারক নামটা গঠিত হয়েছে কোন এবং অর্ক শব্দের সংমিশ্রণে। সূর্যের ওপর একটি নাম হলো অর্ক।তাই সূর্যের বিভিন্ন কৌনিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল বলে এর নামকরণ করা হয়েছিলো কোনারক সূর্য মন্দির। এবং এটিকে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছে তাই সূর্যদেবের রথের মতো এই মন্দিরেও রয়েছে ১২জোড়া চাকা এবং সাতটি ঘোড়া।
স্থানীয় উপকথা থেকে জানা যায়, এ মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন ১২০০জন শ্রমিক।শর্ত ছিল ১২বছরের মধ্যেই এ মন্দিরেই নির্মান কাজ শেষ করতে হবে। এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলে চলবে না এবং ১২বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না। যদি সেরকম কিছু ঘটে তাহলে রাজদন্ডে ১২০০জন শ্রমিকেরই প্রান যাবে। সেই মন্দিরের কর্মরত একজন শ্রমিকের পুত্রের নাম ছিল ধর্মদাস। গর্ভগৃহের মঙ্গলঘটটি কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে না। বালক ধর্মদাস সাতপাঁচ না ভেবে সেই মঙ্গল ঘট স্থাপনে অন্যান্য শ্রমিকদের সহযোগিতা করল এবং তাদের সম্মিলিত চেষ্টায় স্থাপিত হলো মঙ্গলঘটখানি। কিন্তু ততক্ষণে একটি অমঙ্গল ঘটে গিয়েছে তা হলো ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১২০১জন। একথা রাজার কানে পৌছোলে সমস্ত শ্রমজীবীদের প্রানদন্ড অবধারিত। তাই ধর্মদাস সেই ১২০০জন শ্রমিকের প্রান বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। এ ঘটনার পর অপবিত্র হয়ে যায় মন্দিরটি। ফলে এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি। তবে এখনো নাকি গভীর রাত্রে ওই মন্দির থেকে ভেসে আসে ভয়ানক আর্তচিৎকার। ফলে রাত্রিবেলায় কেউই প্রবেশ করতে চান না কোনারকের এই জগৎবিখ্যাত মন্দিরটিতে।
_____________________________________________________________________________________
সুজয় সাহা
162/a 3 no.natungram, rishra Hooghly
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন