স্বপ্ন-সাধ
আরতি মিত্র
" ওমা মা পয়লা বৈশাখের তো আর দুদিন বাকী, আমার বন্ধুদের সবার নতুন জামা কেনা হয়ে গেলো, আমায় তো কিনে দিলে না?"
"- তোর বাবার কারখানা আজ কমাস বন্ধ, কি যে করি? "
"- ঐ শোভনদের তো তুমি কত্ত কিছু রান্না করে খাওয়াও। ওদের বলবে আমাকে একটা জামা কিনে দিতে।"
"- দেখ খোকন কাউকে কি ওরকম ভাবে বলা যায়? "
"- ঠিকই বলেছো মা। তুমিই তো শিখিয়েছো কারও কাছে কিছু চাইতে নেই। না গো মা, তোমার চাইতে হবে না। থাক এবছর আর আমার নতুন জামা লাগবে না।"
"- হ্যাঁ রে খোকন তোর বাবা কোথায় গেলো রে?
সকালের খাবারও খেলো না, চিন্তা হচ্ছে।"
"- হয়তো কোন কাজের খোঁজে গেছে। তোমাদের কতো কষ্ট করতে হয়। আমার খুব খারাপ লাগে,
জানো মা?"
"- আর পাকা পাকা কথা বলতে হবে না। আয় খাবি আয়।"
"- কি খাবো মা? একটু আগেই তো তুমি বললে
ঘরে কিছু নেই। আজ তোকে কি খেতে দিই বল তো?"
"- আরে হঠাৎই মনে পড়েছে। কাল শোভনরা অনেকটা আটা দিয়েছিল। তাই দিয়ে আমাদের সবার জন্য রুটি করেছি। ওরা দেশের বাড়ি যাবে বলে ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছে। আমাদের কটা দিন ভালোভাবেই চলে যাবে। পয়লা বৈশাখে নতুন জামা না হলেও, তোকে খেতে দিতে পারবো। ভগবান আছেন রে, আমাদের দুঃখ উনি বুঝতে পারেন।"
"- ওমা মা ঐ তো বাবা এসে গেছে। তাহলে এবার আমরা একসঙ্গে খাবো। কী আনন্দ! মা শোভনদাদারা কি করে বুঝতে পারলো যে, আমরা কতদিন পেটভরে খাই নি। ওরা খুউব ভালো তাই না মা।"
"- হ্যাঁ, ভাল তো বটেই।"
দুপুরে খাওয়া দাওয়ার পর খোকনকে নিয়ে, মা একটু শুয়েছেন। খোকনের বাবা পাশের ঘরে বসে আছেন। খোকন কখন ঘুমিয়ে পড়ছে। মায়েরও চোখ লেগে এসেছে।
দেখলেন, তাদের আর কোন দুঃখ কষ্ট নেই। খোকনের বাবা ডাবর কোম্পানীতে কাজ পেয়েছেন। খোকনের মা আর শোভনদের বাড়ি কাজ করে না। খোকনের বাবা নতুন বছরের জন্য খোকনের মার জন্য একটা টুকটুকে লাল পাড়ের ধনেখালি শাড়ি আর খোকনের জন্য দুটো জিনসের প্যান্ট আর দুটো দামী সুতীর জামা কিনে এনেছেন।
তা দেখে খোকনের মা বলল," তোমার জন্য কিছু আনোনি?"
খোকনের বাবা হা-হা করে হেসে বললেন, "আমি মুজর-মিস্ত্রি লোক। ওসব আমার লাগবে কীসে? "
খোকনের মা শুনে, ভ্রু কুচকে, চোখ পাকিয়ে বললেন, "তা বললে হবে না। তুমি আমার সঙ্গে, সিটি মার্কেটে যাবে, আমি পছন্দ করে তোমায় কিনে দেবো।"
কথাটা বলে, পাশে তাকিয়ে দেখলো, কোথায় খোকনের বাপ?
খোকনের ডাকে তার ঘুমটা ভেঙে গেল। "মা সন্ধ্যা হয়ে গেল উঠবে না ঘুম থেকে?"
====================
Arati Mitra.
267/3 Nayabad, Garia.
Kolkata -700094
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন