ক. মৃদঙ্গ, সন্তুর, তানপুরা, স্টেথোস্কোপ।
খ. ভ্রু, ফুসফুস, যকৃৎ, হৃদপিন্ড।
গ. হুগলী, হাওড়া, মহারাষ্ট্র, বর্ধমান।
ঘ. হীরক, লোহা, পান্না, চুনী।
ঙ. কাতলা, রুই, মৃগেল, কাঁকড়া।
চ. পেঁচা, বাদুর, পায়রা, ইঁদুর।
ছ. চৈত্র, জুন, মার্চ, মে।
জ. বুধ, ইউরেনাস, পৃথিবী, আটলান্টিক।
ঝ. বাবা, দাদা, দিদি, ভাই।
ঞ. খুর, শিং, গোড়ালি, লেজ।
ট. হাঁড়ি, বালিশ, লেপ, কম্বল।
ঠ. ফুটবল, জিলিপি, দই, কচুরি।
ড. পূর্ব, পশ্চিম, উত্তর, কালপুরুষ।
ঢ. নৌকো, ট্রেন, জাহাজ, স্টিমার।
ণ. বই, খাতা, কলম, ছুরি।
ত. তেঁতুল, পাতিলেবু, লঙ্কা, আমড়া।
থ. গোলাপ, পেঁপে, টগর, চাঁপা।
দ. সরস্বতী, গণেশ, শিব, ব্রম্ভা।
ধ. রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, যীশু খ্রীষ্ট।
ন. কেরোসিন, শ্যাম্পু, ডিজেল, পেট্রোল।
প. সকাল, পূর্ণিমা, বিকাল, দুপুর।
ফ. বাটি, গ্লাস, ব্যাগ, থালা।
ব. স্কুল, মার্কেট, কলেজ, ইউনিভার্সিটি।
ভ. নাপিত, কৃষক, ছুতোর, গ্যালারী।
ম. হাজার, লাখ, কোটি, অভিধান।
য. গ্রীষ্ম, বর্ষা, আশ্বিন, বসন্ত।
র. রজত, স্বর্ণ, তাম্র, নক্ষত্র।
ল. মিষ্টি, আংটি, ঝাল, তেঁতো।
ব. সাইকেল, চেয়ার, টেবিল, বেঞ্চ।
শ. উকিল, আদালত, ব্যারিস্টার, হাসপাতাল।
ষ. ভূগোল, অঙ্ক, চেন্নাই, বিজ্ঞান।
স. ভাত, পায়েস, পিঠে, চিরুনী।
হ. চাঁদ, সাদা, সবুজ, নীল।
ড়. লবঙ্গ, আতর, এলাচ, দারুচিনি।
ঢ়. দামোদর, লন্ডন, আমেরিকা, জাপান।
য়. তরমুজ, আম, পেঁপে, পেয়ারা।
ৎ. কী বোর্ড, মনিটর, মাউস, ক্রেন।
২। বড় থেকে ছোট সাজাও:
১. তরমুজ, চেরী, কাঁঠাল, আম।
২. ইঁদুর, তিমি, হাতি, কুকুর।
৩. এরোপ্লেন, বাস, ট্রেন, রিক্সা।
৪. ঠাকুরদাদা, ভাই, বাবা, জ্যেঠু।
৫. নয়, নিরানব্বই, ঊনত্রিশ, ঊনষাট।
৬. কোটি, শতক, হাজার, লক্ষ।
৭. কিলোমিটার, মিলিমিটার, মিটার, সেন্টিমিটার।
৮. ১৬১৭২১১, ৯৫৪, ৬১৭১০১০১, ১৭১২১
৯. বৃহস্পতি, পৃথিবী, বুধ, সূর্য্য।
১০. চড়ুই, ময়ূর, কাক, শকুন।
১১. প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর।
১২. মিসিসিপি, আমাজন, নীল নদ, ছাং চিয়াং।
৩। ঠিকের পাশে ✓ চিন্হ দাও:
১. ২+৫= ৮
২. ৯+৩= ১৫
৩. ৬+১= ৪
৪. ৭+৭= ১৬
৫. ৬+ ৫= ১১
৬. ১১+৬= ১৬
৭. ১৬+১১= ২৫
৮. ৫-২=৭
৯. ৭-১=৪
১০. ২-১=১
১১. ৮-২=৩
১২. ১০-৮=২
১৩. ১৫-১=১৩
১৪. ১৯-৩= ১২
১৫. ১৬-৬=১১
১৬. ২১-১২=১০
১৬. ২৫-১৮=৭
১৭. ৩৫-২০=১৫
১৮. ৪৭-২৭=৫
১৯. ৫০-৩০=২০
২০. ৫২-২৫=১৬
২১. ২×৩=৬
২২. ৪×৫=২৫
২৩. ৯×৬=৫৫
২৪. ৮×৮=৬৬
২৫. ৯×৩=২৭
২৬. ১০×৬=৬০
২৭. ১২×৮=৯৮
২৮. ১১×৯=৯০
১৮. ১০×১০=১০০
১৯. ৪÷২=২
২০. ৬÷৩=১
২১. ৮÷২=৩
২২. ১০÷৫=৫
২৩. ১২÷৩=৪
২৪. ১৫÷৫=৩
২৫. ১৬÷৪=৮
২৬. ১৮÷৯=২
২৭. ২০÷৫=৫
২৮. ৩০÷১০=৩
২৯. ৫০÷৫=১০
৩০. ৫৫÷১১=৫
৩১. ৫৬÷৪=১৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন