Featured Post
কবিতা ।। ছন্দ ছড়ায় গন্ধ ভরায় ।। জগদীশ মণ্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছন্দ ছড়ায় গন্ধ ভরায়
জগদীশ মণ্ডল
ছন্দ ছড়ায় গন্ধ ভরায় বলতে হয় না এ কার
পড়লে লেখা যায় গো দেখা ভবানী মজুমদার।
ছড়ার দোলায় মনকে ভোলায় ছড়া চাষের চাষী
শিল্পীর গলায় সুর বিহঙ্গ মুক্ত রাশি রাশি।
সারা জীবন ছন্দ ছেনে অঙ্গ ভূষণ নানা
পদ্য ছড়ায় যাদুর ছোঁয়া দিয়ে গেছেন টানা,
জগাছা শানপুরে কবির শৈশববেলা কাটে
ভেবেছিল কেউ এমন গুণী হাঁটবে এ তল্লাটে।
"হাওড়া ভরা হরেক ছড়া"সোনার ফসল পাই
"রবীন্দ্রনাথ নইলে অনাথ" রূপকথাপুর যাই,
"কলকাতা তোর খোল খাতা" কুড়ি হাজার ছড়া
শিশু কিশোর সবার মাঝে মণিমুক্তা গড়া।
ছড়া নিয়ে গভীর ভাবনা চিন্তা নতুন ছন্দে
আবৃত্তিকার কণ্ঠে ধরেন শিশুশিল্পী মন-দে।
প্রাইমারীতে প্রধান শিক্ষক ছোট্ট মনের মাঝে
সুর ও তালের গবেষণা ছড়ায় সকাল সাঁঝে,
পুরস্কারের ছড়াছড়ি বইয়ে ভরা খাট, তাক
বসবে কোথায় টুলের পরে একটুকুও নেই ফাঁক।
গাছ গবেষক, তাল তালাস, লেখা পড়া শেখা কড়া
আছে প্রেত্নীপুরাণ, ভীষণ কড়া ভূতের ছড়া,
গুপ্ত খবর সুপ্ত খবর লুপ্ত খবর ও সাবধানে মার নেই
এ কবিতা পাঠক মনে দাগ কাটে অজান্তেই।
অমর হয়ে থাকবে বেঁচে অন্তরে ও বক্ষ-রে
সৃষ্টি গাথা বইয়ের পাতা কালো হরফ অক্ষরে।
****************
জগদীশ মন্ডল ।। নতুন পুকুর রোড ।। চড়কডাঙা ।। পোস্ট::বারাসাত ।। কলকাতা::700124. ভারত
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন