Featured Post
ছড়া ।। দুটি ছড়া ।। অর্পিতা ঘোষ পালিত
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
দুটি ছড়া
অর্পিতা ঘোষ পালিত
১। পথের সাথী
লোকাল ট্রেন ভিড়ে টাসা
থামলেই লোক ওঠে অনবরত,
তারই মাঝে নানান জিনিস
কেনা বেচা চলে অবিরত।
বসার জায়গার জন্য সবাই
হ্যাংলার মতো হামলে পরে,
কার আগে কে বসবে
তানিয়ে ঝগড়া শুরু করে।
এ পরে ওর ঘাড়ে
পা মারায় কেউ কারোর,
কোনো বাচ্চা কেঁদেই চলে,
সুযোগের সৎব্যবহার করে চোর।
তারই মাঝে হকারের চিৎকারে
দু কান একেবারে ঝালাপালা,
যাত্রা পথের ভরসা এটাই,
যতই গায়ে ধরুক জ্বালা।
_________________________________
২। বনের পশু
বনের রাজা বাঘ মামা
যখন ছাড়ে হুংকার
সবাই কাপে থর থর
সামনে আসে সাহস কার?
ফেউ আছে তার চতুর শিয়াল
হুক্কাহুয়া ডাকে সকাল সাঁঝে
প্রহরে প্রহরে ঘড়ি ধরে
কিজানি কিকরে সময় বোঝে।
হাতি চলে দুলকি চালে
দল বেঁধে বনের পথে,
ভয়ে তখন অন্যরা সব
পালিয়ে যায় উল্টো পথে।
হরিণ থাকে পরিবার নিয়ে
ঘাস-পাতা খায় পেট ভরে,
বনের পথে হাটে যখন
কান দুটোকে সজাগ করে।
এমনি ভাবেই সকল পশু
সুখে কাটাই জীবন যাপন
স্বাধীন ভাবে বাঁচে তারা
একতাই বল, তাদের পণ।
_____________________________
অর্পিতা ঘোষ পালিত
৯ / ৩০- এ, নেতাজি নগর'
(পুলিশ স্টেশন, বাঁধানো পুকুর)।
কলকাতা - ৭০০০৯২
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন