Featured Post
ছড়া ।। বইয়ের ভারে ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বইয়ের ভারে
গোবিন্দ মোদক
ষোলোখানা বইয়ের ভারে বেদম খোকাখুকি
বড্ড ওজন ব্যাখ্গখানার, পিঠে বিরাট ঝুঁকি।
বই ছাড়াও খাতা আছে মোটামুটি দুই ডজন
ভাবতে পারো ছেলের চেয়ে বইয়ের বেশি ওজন!
তবুও তো মা-বাবার চাওয়ার সামিল হতে হবে
শিশু মনের দুঃখ ব্যথা বুঝবে কে আর কবে!
পড়ার সাথেও শিখতে হবে আঁকা, সাঁতার, গান
গিটার তবলা না শিখলে থাকবে নাকো মান!
শিশুর মনে বড়োই ব্যথা খোলা আকাশ নেই,
জীবন চক্র পাক খাচ্ছে — "পড়াশোনাতেই!"
দেখেও যে কেউ দেখছে নাকো এমন দশা ভাই,
মেরুদণ্ডটা যাবেই বেঁকে কোনও উপায় নাই।
খেলাধূলা বন্ধ সবই — নেইকো অবকাশ,
বই-খাতা আর পড়া নিয়েই কাটছে বারোমাস!
হে ভগবান দোহাই তোমার কমাও ওদের বোঝা,
বইয়ের ভার কমিয়ে ওদের পিঠটা করো সোজা!
________________________________
গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন