Featured Post
ছড়া ।। ছড়া দাদুর ছড়া ।। রণেশ রায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছড়া দাদুর ছড়া
রণেশ রায়
মিটি মিটি ক্ষুদে তারা ওই আকাশ পারে
উঁচু বহু উঁচুতে পৃথিবীর ওপারে
ঠিক যেন মুক্তচ্ছটা মুখে হাসি ঝরে
মিটি মিটি ক্ষুদে তারা মিট মিট করে
আকাশের এপারে চাঁদ তাকে ডাকে
এই বুঝি হাত বাড়িয়ে ধরে এই ফাঁকে
মিটি মিটি ক্ষুদে তারা মিট মিট করে
ঠিক যেন মুক্তচ্ছটা মুখে হাসি ঝরে ।
কে কি করে
ইঁদুর ওই কেঁদে মরে
বেড়াল পাছে খায় ধরে
বাঁদর ভোঁদড় নাচে গায়
শেঁয়াল কুকুর ঝগড়া বাধায়
মেঘ ভেঙে বৃষ্টি ঝরে
ভলুক দেখ পালায় দৌড়ে।
ফুলকলি রে ফুলকলি
ফুলকলি রে ফুলকলি
তোকে একটা কথা বলি
তুই একটা ফুলকো লুচি
কলাপাতার সবুজ কচিl
তুই আমার ভাবের ভাবি
তোর কবলে খাই খাবি
আমার সঙ্গে চল যাবি
যাকে খুঁজিস তাকে পাবি
তুই যে আমার পরান তরী
তোর ভাবনায় আমি মরি।
ফুলকলি রে ফুলকলি
হারিয়ে গেলি কোন গলি
ভয়ে আমি কেঁদে মরি
ডুববে আমার সোনার তরী?
কে কি করে
বাগানে ফোটে ফুলের তোড়া
মুখে তাদের হাসি ভরা
পাগলা ইঁদুর বন্ধু যারা
তারা জানি সবহারা
মাদুরের ওপর ছোটে তারা
বেড়াল তাদের করে তাড়া।
মোটা শেয়াল মাথায় টুপি
নাম তার পাজি গুপি
সে করে হুক্কা হুয়া
খেতে চায় একটা চুয়া
বাঁদর চালায় গাড়ি
পৌঁছে যাবে নিজের বাড়ি।
আমরা
আমরা এখানে মিলি সবাই
ঘুরি উড়ায় আমার ভাই
ধরি আমি তার লাটাই
বন্ধুর সাথে আমার লড়াই
সন্ধ্যে শেষে ঘনায় আঁধার
বাবা আমার আলো জ্বালায়
সেই আলোতে পড়া আমার
আমার দিকে মা তাকায়
হাসি দেখি মুখে তার।
বিদায়
আকাশে ওই চাঁদ ওঠে
ক্ষুদে চোখে তারা ফোটে
মেঘ দেখ ডেকে ফেরে
টিপ টিপ বৃষ্টি ঝরে
সুয্যি মামা গভীর ঘুমে
চাঁদ মামী তার স্বপনে
বৃষ্টিতে দেখ রাবড়ি ঝরে
সুয্যি মামা উঠে পড়ে
গরম চায়ের বড় কাপে
সে এখন রাবড়ি খাবে
চাঁদ মামীর ইশারায়
দিনকে মামা বিদায় জানায়।
ওদের খেলা
সাপ আর নেউলে উঠে বসে গাছে গাছে
মাছ সাঁতরে চলে ঢেউ এ ঢেউ এ
সিংহের গর্জন জঙ্গলের মাঝে
ময়ূর দেখ কেমন সাজে l
সূর্য ওঠে পূব আকাশে
রাতে তারা মুচকি হাসে
ঘুড়ি ওড়ে বাতাসে।
গোল গোল
রোনাল্ডো, দক্ষ ফুটবলার,
পায়ের নিপুণ স্পর্শ তার
বল ভাসে বাতাসে
আনন্দ মুখর আকাশে,
গোলকিপারকে বোকা বানিয়ে
টুক করে মাথা নামিয়ে
নাচতে নাচতে বাতাসের দোলায়
বল ঢোকে গোলের কোনায়
গোল গোল গোল, ধ্বনি ভাসে উচ্ছাসে
নেচে উঠি সবে আনন্দ উল্লাসে।
দুষ্টু আমার টুপি
দুষ্টু আমার টুপিটা
ধরতে চায় বেড়ালটা
নাচতে নাচতে উড়ে যায়
ঝুপ করে বেড়াল লাফায়
ইঁদুরের ঘাড়ে টুপি ঝাপায়
টুপির নিচে ইঁদুর লুকায়
বেড়াল তাকে আর কি পায়?
আবীর বাবু বড়ই কাবু
খায় শুধু দুধ সাবু
যদি কলা সামনে তার
এক কামড়েই সাবার
সে এক দামাল ছেলে
ভেব না যেন এলেবেলে
যখন সে মাথায় ওঠে
বাগানে দেখ ফুল ফোটে
তার যদি ঘুম পায়
কান্নায় সে বাড়ি ফাটায়
তুফান এলে বাতাসে
সে ওড়ে আকাশে
হতে চলেছে এক বছর
দেখ তার কত কদর।
_________________________________________________________________
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সূচিপত্র
সূচিপত্র
-
-
-
-
-
-
-
-
- প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023
- প্রবন্ধ ।। সুকুমার বড়ুয়া, বাংলাদেশের প্রখ্যাত ছড...
- প্রবন্ধ ।। ঈদুল ফিতর বিশ্ব মানবতা ও সম্প্রীতির উৎস...
- ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২০ ।। মে ২০২৩
- ছোটদের পাতা ।। কবিতা।। Stigma।। Audrija Paul
- ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্...
- ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 20th issue: May 2023,
- ভ্রমণকাহিনী।। সাগরের হাতছানি ।। মিঠুন মুখার্জী
- কল্পবিজ্ঞানের গল্প ।। টাইম মেশিন ।। শোভন লাল ব্যান...
- গল্প ।। মহাদেবের টোটকা ।। উত্তম চক্রবর্তী
- ছোটগল্প ।। হাঁদারাম ।। সুচন্দ্রা বসু
- ছোটগল্প ।। তাল কুড়োতে গিয়ে ।। অঞ্জলি দেনন্দী, মম
- অণুগল্প ।। স্বপ্ন ভঙ্গ ।। সমর আচার্য্য
- অণুগল্প ।। স্বপ্নের পরি ।। আরতি মিত্র
- ছড়া ।। ফেরা ।। চন্দন মিত্র
- কবিতা ।। কচি-কাঁচার দল ।। প্রবোধ কুমার মৃধা
- ছড়া ।। বইয়ের ভারে ।। গোবিন্দ মোদক
- কবিতা ।। শিশু ।। সুদীপ ঘোষ
- ছড়া ।। পরীর দেশ ।। পিঙ্কি ঘোষ
- ছড়া ।। ছড়া দাদুর ছড়া ।। রণেশ রায়
- ছড়া ।। ভোরের পাখি ।। দীপঙ্কর বেরা
- ছড়া ।। কেষ্টা দাসের কষ্ট ।। বদরুল বোরহান
- ছড়া ।। হ্যাচ্চো মামা ।। দীনেশ সরকার
- ছড়া ।। ইচ্ছে খুশি ।। মিঠু মণ্ডল
- ছড়া ।। ছড়া আমার ।। তীর্থঙ্কর সুমিত
- কবিতা।।আজ পঁচিশে সৃষ্টি সুখে।। সুব্রত চৌধুরী
- ছড়া ।। সোনা ব্যাঙের গান ।। চিত্তরঞ্জন সাহা চিতু
- ছড়া ।। ভূতের ঝগড়া ।। অরুণ কুমার দাঁ
- কবিতা ।। বাজুক জয়ঢাক ।। বিশ্বনাথ পাল
- ছড়া ।। বাঘ ভাল্লুক হাতি ঘোড়া ।। সুব্রত দাস
- ছড়া ।। দুষ্টু মিষ্টি ।। দীপঙ্কর সরকার
- কবিতা ।। ভারতের মানিক ।। আনন্দ বক্সী
- কবিতা ।। দুটি কবিতা ।। সুশান্ত সেন
- কবিতা ।। এল ডোরাডো ।। রশ্মিতা দাস
- ছড়া ।। পঁচিশে বৈশাখ ।। অজিত কুমার জানা
- ছড়া ।। কাঁচা আম ।। সায়েমা চৌধুরী
- ছড়া ।। দিকপাল ।। সুদামকৃষ্ণ মন্ডল
- কবিতা ।। মানুষ ।। মহাজিস মণ্ডল
- ছড়া ।। রবি ঠাকুর ।। গৌর গোপাল পাল
- ছড়া ।। রবীন্দ্রনাথ ।। শুভাশিস দাশ
- কবিতা ।। নজরুলের কথা ।। গোলাপ মাহমুদ সৌরভ
- ছড়া ।। গাছের সংখ্যা ।। দিলীপ কুমার মধু
- ছড়া ।। ঈদের খুশি ।। রথীন পার্থ মণ্ডল
- ছড়া ।। ঈদ ।। রেজাউল করিম রোমেল
- ছড়া ।। রবি ঠাকুর ।। জগদীশ মাল
- ছড়া ।। ছয় ঋতু বারোমাস ।। রঞ্জন কুমার মণ্ডল
- ছড়া ।। গুনাহ হতে দূরে থাকো ।। ইমরান খান রাজ
- কবিতা ।। বাল্মীকি ।। নিরঞ্জন মণ্ডল
- ছড়া ।। পূজি ।। সুনন্দ মন্ডল
- ছড়া ।। রবি কবি ।। অমিত কুমার রায়
- কবিতা ।। খুকু ।। তপন মাইতি
- ছড়া ।। দুটি ছড়া ।। অর্পিতা ঘোষ পালিত
- ছড়া ।। অথ তান সমাচার ।। জয়শ্রী সরকার
- কবিতা ।। শিশুদের যত্ন ।। অভিজিৎ দত্ত
-
-
-
-
-


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন