Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

ছবি
      সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। তোমরা তো জানো, বাংলার ঋতু বৈচিত্রে আষার-শ্রাবন বর্ষাকাল। একথাটা যেন আমরা ভুলতেই বসেছিলাম। পরিবেশ দূষণ আর আমাদের বিভিন্ন প্রযুক্তির যথেচ্ছ সীমাহীন ব্যবহারে আমরা প্রকৃতির মহিমা থেকে বঞ্চিত হচ্ছিলাম। গরমে হাঁসফাঁস করতে করতে যেটুকু বর্ষার ছোঁয়া পেতাম তা যেন ক্ষণিকের! গ্রীষ্মের সীমাহীন আস্ফালনের পর হঠাৎ-ই বর্ষা মিলিয়ে যেতে শীতের দিনকয়েকের আগমন। ফের গ্রীষ্মের দৌরাত্ম্য।কিন্তু এবারে যেন জাকিঁয়ে নেমেছে বর্ষা।রিমঝিম শব্দের মধুরতায় মন মোহিত হয়ে যাচ্ছে। তোমরাও নিশ্চয় উপভোগ করছো বর্ষার সৌন্দর্য্য। চারদিকের খালবিল, নালা-নদী জলে থৈ থৈ। সবুজের সমারোহ চারপাশে।এটাই তো কবিদের সময়, কবিতার সময়। মন-প্রান উজার করে লেখার সময়। পরাশুনোর ফাঁকে, বৃষ্টি-স্নাত বিকেলে তেলেভাজা মুড়ি খেতে খেতে তোমরাও বর্ষার আনন্দে মাতোয়ারা হয়ে নিজেদের আবেগে ভাসিয়ে দাও লেখার খাতা। ধীরে ধীরে পরিণত হোক তোমাদের ভাবনার জগৎ। তবে বর্ষার ভালো দিকের সাথে সাথে তার ভয়াল রূপও রয়েছে । অতিরিক্ত বৃষ্টির কারণে  বন্যার আশঙ্কা থেকেই যায়। কত মানুষের কষ্ট, দূর্ভোগ বলো? সেই রকম বর্ষ...

ছড়া ।। ছড়া দাদুর ছড়া ।। রণেশ রায়


 

 

ছড়া দাদুর ছড়া 

রণেশ রায় 

(Twinkle Twinkle Little Star অবলম্বনে )

মিটি মিটি ক্ষুদে তারা 

মিটি মিটি ক্ষুদে তারা ওই আকাশ পারে

উঁচু বহু উঁচুতে পৃথিবীর ওপারে

ঠিক যেন মুক্তচ্ছটা মুখে হাসি ঝরে 

মিটি মিটি ক্ষুদে তারা মিট মিট করে

আকাশের এপারে চাঁদ তাকে ডাকে 

এই বুঝি হাত বাড়িয়ে ধরে এই ফাঁকে

মিটি মিটি ক্ষুদে তারা মিট মিট করে 

ঠিক যেন মুক্তচ্ছটা মুখে হাসি ঝরে ।


কে কি করে


ইঁদুর ওই কেঁদে মরে

বেড়াল পাছে খায় ধরে

বাঁদর ভোঁদড় নাচে গায়

শেঁয়াল কুকুর ঝগড়া বাধায় 

মেঘ ভেঙে বৃষ্টি ঝরে 

ভলুক দেখ পালায় দৌড়ে।


ফুলকলি রে ফুলকলি 


ফুলকলি রে ফুলকলি

তোকে একটা কথা বলি 

তুই একটা ফুলকো লুচি 

কলাপাতার সবুজ কচিl

তুই আমার ভাবের ভাবি

তোর কবলে খাই খাবি

আমার সঙ্গে চল যাবি

যাকে খুঁজিস তাকে পাবি

তুই যে আমার পরান তরী

তোর ভাবনায় আমি মরি।


ফুলকলি রে ফুলকলি

হারিয়ে গেলি কোন গলি 

ভয়ে আমি কেঁদে মরি

ডুববে আমার সোনার তরী?





    

কে কি করে


বাগানে ফোটে ফুলের তোড়া

মুখে তাদের হাসি ভরা 

পাগলা ইঁদুর বন্ধু যারা

তারা জানি সবহারা

মাদুরের ওপর ছোটে তারা

বেড়াল তাদের করে তাড়া।

মোটা শেয়াল মাথায় টুপি 

নাম তার পাজি  গুপি 

সে করে হুক্কা হুয়া

খেতে চায় একটা চুয়া

বাঁদর চালায় গাড়ি

পৌঁছে যাবে নিজের বাড়ি।




আমরা 


আমরা এখানে মিলি সবাই

ঘুরি উড়ায় আমার ভাই

ধরি আমি তার লাটাই 

বন্ধুর সাথে আমার লড়াই

সন্ধ্যে শেষে ঘনায়  আঁধার 

বাবা  আমার আলো জ্বালায়

সেই আলোতে পড়া আমার

আমার দিকে মা তাকায়

হাসি দেখি মুখে তার।


 বিদায়


আকাশে ওই চাঁদ ওঠে

ক্ষুদে চোখে তারা ফোটে

মেঘ দেখ ডেকে ফেরে

টিপ টিপ বৃষ্টি ঝরে

সুয্যি মামা গভীর ঘুমে 

চাঁদ মামী তার স্বপনে 

বৃষ্টিতে দেখ রাবড়ি ঝরে 

সুয্যি মামা উঠে পড়ে 

গরম চায়ের বড় কাপে 

সে এখন রাবড়ি খাবে

চাঁদ মামীর ইশারায়

দিনকে মামা বিদায় জানায়। 




ওদের খেলা 


সাপ আর নেউলে উঠে বসে গাছে গাছে 

মাছ সাঁতরে চলে ঢেউ এ ঢেউ এ

সিংহের গর্জন জঙ্গলের মাঝে 

ময়ূর দেখ কেমন সাজে l

সূর্য   ওঠে  পূব আকাশে 

রাতে তারা মুচকি হাসে

ঘুড়ি ওড়ে বাতাসে।





 




গোল গোল


রোনাল্ডো, দক্ষ ফুটবলার, 

পায়ের নিপুণ স্পর্শ তার 

 বল ভাসে বাতাসে

আনন্দ মুখর আকাশে,

গোলকিপারকে বোকা বানিয়ে 

টুক করে মাথা নামিয়ে 

নাচতে নাচতে বাতাসের দোলায়

বল ঢোকে গোলের  কোনায়

গোল গোল গোল, ধ্বনি ভাসে উচ্ছাসে 

নেচে উঠি সবে আনন্দ উল্লাসে। 


দুষ্টু আমার টুপি


দুষ্টু আমার টুপিটা

ধরতে চায় বেড়ালটা

নাচতে নাচতে উড়ে যায়

ঝুপ করে বেড়াল লাফায়

ইঁদুরের ঘাড়ে টুপি ঝাপায় 

টুপির নিচে ইঁদুর লুকায় 

বেড়াল তাকে আর কি পায়?







আবীর বাবু



আবীর বাবু বড়ই কাবু

খায় শুধু দুধ সাবু 

যদি কলা সামনে তার

এক কামড়েই সাবার

সে এক দামাল ছেলে

ভেব না যেন এলেবেলে

যখন সে মাথায় ওঠে

বাগানে দেখ ফুল ফোটে 

তার যদি ঘুম পায়

কান্নায় সে বাড়ি ফাটায় 

তুফান এলে বাতাসে

সে ওড়ে আকাশে 

হতে চলেছে এক বছর

দেখ তার কত কদর।

_________________________________________________________________

 

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

ছড়া ।। কেলে গাইটা ।। প্রবোধ কুমার মৃধা

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কবিতা ।। এখন ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। বাঘের থাবায় কাঁটা ।। প্রবীর বারিক

ছড়া ।। নতুন বই এর গন্ধ ।। দীনেশ সরকার

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

থ্রিলার গল্প ।। লাশ কাটার ঘর ।। ইয়াছিন ইবনে ফিরোজ

ছোটদের আঁকিবুঁকি ।।চতুঃচত্বারিংশ সংখ্যা ।। জুলাই, ২০২৫

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

ছড়া ।। কেলে গাইটা ।। প্রবোধ কুমার মৃধা

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। এখন ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া ।। বাঘের থাবায় কাঁটা ।। প্রবীর বারিক

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 38th issue: January 2025

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সুচিপত্র ।। 37th issue: December 2024

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ,39th issue: February 2025

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। পঞ্চত্রিংশ সংখ্যা ।। আগষ্ট ২০২৪

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ষড়ত্রিংশ সংখ্যা ।। সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কবিতা ।। আকাশ-সাগর ।। শান্তনু আচার্য

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022