প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

গ্রামের হাট
গোবিন্দ মোদক
আজও আছে গ্রামের হাট, আছে লেনাদেনা,
জোরকদমে চলে আজও জিনিস বেচাকেনা।
রাস্তার পাশে, নদীর ধারে, রেলস্টেশনের ধারে,
গ্রাম-গঞ্জের প্রাচীন সে হাট হয়তো বা বুধবারে।
হাঁস-মুরগি, মাছ কিংবা নানান সবজি কাঁচা,
নেইকো হাটে স্থায়ী দোকান সবই বাঁশের মাচা।
শাড়ি-লুঙ্গি, অল্প দামের রেডিমেড-ও নানা,
দা, খুরপি, বেলুন-পিঁড়ি কিনতে নেইকো মানা।
মাটির পাত্র, হাঁড়ি-কলসি কিংবা মনোহারী,
হাটে গেলে মিলবে গো ভাই নানান দরকারী।
ফেরিওয়ালার বিচিত্র হাঁক, নানা রকম পণ্য,
ক্রেতা-বিক্রেতার সমাগম বেচাকেনার জন্য।
ইঁদুর মারা বিষ কিংবা প্লাস্টিকের সব খেলনা,
হাটে পাবে বাঁশের ঝুড়ি কিংবা বেতের দোলনা।
কবিরাজি ওষুধ কিংবা বাতের মালিশ তেল,
মশলাপাতি, ফলের দোকান, ডাব নারকেল।
হাঁকাহাঁকি – দরাদরি – জিনিস চেনা-চিনি,
মুখটা জুড়ে চওড়া হাসি লাভটা পেলেন যিনি।
গ্রামীণ জীবন জুড়ে থাকে সপ্তাহের এই হাট,
হাট ফুরালেই অন্ধকারে একলা জাগে মাঠ॥
__________________________________রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন