প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

বোশেখ মেলা
সুব্রত চৌধুরী
বোশেখ মেলা, বোশেখ মেলা, পড়ে গেছে সাড়া
ঢোলের তালে বাঁশির সুরে জেগে ওঠে পাড়া ।
মেলা জুড়ে বাঁশির সুরে হাওয়াই মিঠাইর সুখে
খোকা খুকু ঘুরে বেড়ায় রংগীন হাসি মুখে।
বোশেখ মেলা, বোশেখ মেলা, মন্ডা মিঠাই গালে
তাক ডুমা ডুম ঢাকের তালে হাওয়া খুশির পালে।
নদীর পাড়ে খোলা মাঠে জমে কুস্তি খেলা
মামার সাথে মেলায় ঘুরে খোকার কাটে বেলা।
বোশেখ মেলা, বোশেখ মেলা, লাটিম লাটাই হাতে
নদীর পাড়ে গাঁয়ের খোকা ইচ্ছেমতো মাতে।
সাপের খেলায় বাঁশির সুরে ফনা তোলে সাপে
তাই না দেখে ভয়ে খোকা থরো থরো কাঁপে।
বোশেখ মেলা, বোশেখ মেলা, খুশির দিনের আঁচে
ডুগডুগিটার তালে বানর তিরিং বিরিং নাচে।
যাদুকরে দেখায় যাদু গাছের তলায় ওই
লাগ ভেলকি লাগ যাদুর খেলা রাখবে খুশি কই?
বোশেখ মেলা, বোশেখ মেলা, বাবার কাছে বায়না
"দাওনা কিনে আলতা, ফিতে, রেশমী চুড়ি, আয়না"।
বায়োস্কোপে মজে খোকা নাগরদোলায় চড়ে
পুতুল বিয়ের সওদা হাতে খুকু ফেরে ঘরে।
——————————————————
ঠিকানা- আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন