প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

পণ করে সে আছে
দীনেশ সরকার
কাকু আমার সকাল-সন্ধ্যায় করে গানের চর্চা
গলা ছেড়ে করতে রেওয়াজ নেই তো কোনো খরচা।
কানে আঙুল দিয়ে ঠাম্মি রেগে আসে তেড়ে,
'গান থামা তুই ও বাপ আমার, নইলে ফেল রে মেরে।'
গান থামিয়ে তবলায় চাটি, তেরে কেটে কেটে
চাটির ধাক্কায় তবলা এবার যাবেই বুঝি ফেটে।
কারও পিলে চমকে ওঠে কেউ বা করে ছটফট
পাড়ার লোকে রেগে বলে, 'আচ্ছা ছেলে নটখট।'
গোয়াল থেকে দড়ি ছিঁড়ে গরু ছোটে মাঠে
বিছানাতে কাতরায় দাদু বিট বেড়ে যায় হার্টে।
পাড়া-পড়শি ছুটে আসে, 'ও বাবা, বাজনা থামা
মাথা থেকে এইবারে তোর গানের ভূতটা নামা।'
তবলা ছেড়ে কাকু এবার মন ঢেলে দেয় গিটারে
যেমন ইচ্ছে আঙুল টানে সেই গিটারের তারে।
বেসুরে তাই বাজে গিটার বিরক্ত যে সবাই,
'এই গান-বাজনা ছাড়া কি তোর কাজকর্ম কিছুই নাই ?'
মনের দুঃখে কাকু আমার হ'লো দেশান্তরি
ঠাম্মি কাঁদে অলক্ষ্যে তাই আমরা খুঁজে মরি।
পেলাম খুঁজে কাকুকে এক গানের গুরুর কাছে
গান শিখে নাম করবে কাকু, পণ করে সে আছে।
______________________________________
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর --- ৭২১৩০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন