Featured Post
ছড়া ।। ফল-কথা ।। অরবিন্দ পুরকাইত
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ফল-কথা
অরবিন্দ পুরকাইত
আম কত নাম ধরে, কাঁঠাল কাঙাল
কিন্তু এক কাঁঠালেই কেমন কামাল!
স্বাদু সবেদা খাও, কি গোলাপজাম
লোভনীয় লিচু খাও, জামরুল-জাম।
করমচা কাঁচা টক, পাকলে খাসা
ফলসা পাকাটি খাও, সাঁশটি ঠাসা!
সবজি কি পাকা – সুপাচ্য পেঁপে
'কেলা খাও' শুনলে যেয়ো না ক্ষেপে।
কচিবেলা শাঁস খাও পাকলে পিঠে
তা বলে কি সব তাল সমান মিঠে?
কুল খাও বিলকুল দিশি বা বিলিতি
সিঁয়াকুল মেলে? না সবটা স্মৃতি!
খেয়েছ কি বুঁজফল? বেতফল কোথা?
নামহীন ফল সব ছিল হেথা হোথা।
কাঁচা বেল পোড়া খাও, পাকলে সটান
ডাব-রূপে নারকেলের করি জল পান।
পেয়ারের পেয়ারা, খুব খাদ্যগুণ
আসামের আনারস – আহা, দারুণ!
বাংলা কিবা মরুর মধুর খর্জুর
খেজুরে আলাপ কিন্তু না-মঞ্জুর!
___________________________
অরবিন্দ পুরকাইত
গ্রাম ও ডাক – গোকর্ণী,
থানা – মগরাহাট,
জেলা – দক্ষিণ চব্বিশ পরগনা,
ডাসূচক – ৭৪৩ ৬০১।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন