শব্দখেলা -১০।। ভাস্কর চৌধুরী
পাশাপাশি
১। যার কোন সীমা নেই, সীমাহীন ৩। অংক শাস্ত্র ৫। হনুমানের বিশেষ কান্ড-কারখানা ৬। নিবাস ৮। ঘর ছাইবার এক প্রকার বড়ো পাতা ১০। ইংরেজ কর্তৃক বাংলা ভাগের পরিকল্পনা ১২। গভীর ১৪। জানালা ১৫। লঙ্কাধিপতি ১৬। কপাল।
উপরনিচ
১। বজ্র ,বিদ্যুৎ ২। বাতাস ৩। কোলাহল, গোলমাল
৪। গাছ- লতা ৭। সুগন্ধি মশলা রূপে ব্যবহৃত ফুল বা কুড়ি ৯। পালন করা
১০। পৃথিবী ১১। ঈশ্বর ১২। আগুন ১৩। চরিত্রহীন।
ভাস্কর চৌধুরী
বর্ধমান
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ৯-এর উত্তরঃ
পাশাপাশি
১। বেবাক ৩। পুলিন ৫। বরাবর ৬। নধর ৮।সরকার ১০। অকপট ১২। সনদ
১৪। শবনম ১৫। নগর ১৬। রসদ
উপর নিচ
১। বেগুন ২। কবর ৩। পুরন্দর ৪। নটবর ৭। ধমক ৯। কানন ১০। অনশন
১১। পরাশর ১২। সমর ১৩। দরদ
_______________________________________________________________________________________
🎇🎇🎇 ক্যুইজ-১০🎇🎇🎇
প্রিয়ব্রত দত্ত
১। প্রথম খসড়া তে ফেলুদা কে নিয়ে লেখা কোন গল্পের নাম সত্যজিৎ রায় 'তোতা রহস্য' রেখেছিলেন ?🤔
২। কোন দেশে প্রথম কাগজের তৈরি টাকা চালু হয়েছিল ?🤔
৩। 'চিত্রভানু' ছদ্মনামে লিখেছেন কোন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব?🤔
৪। ওয়াল্ট ডিজনির মধ্য নাম কী ছিল?🤔
৫। নেতাজি সুভাষচন্দ্র বসুর জার্মানিতে যে বেতার কেন্দ্র স্থাপন করেন তার নাম কী ছিল?🤔
__________________________________________________________________________
_
🌈🌈🌈ধাঁধা-১০🌈🌈🌈
🎯
প্রিয়ব্রত দত্ত
১। একাল ও সেকালের মধ্যে তফাৎ কী?🤓
২। কখন ১১-এর সাথে ২ যোগ করলে ১ হয় ?🥸
৩। ইঁদুর ধরার জিনিসকে তিন অক্ষরে কী বলবে?🤩
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ৯-এর উত্তরঃ
১। উহ্যনাম পন্ডিত ২। প্লুটো ৩। জাপান ৪। টেমস নদী ৫। কর্ণাটক। 🤠🤠🤠
_________________________________________________________________________
গত মাসের ধাঁধা ৯-এর উত্তরঃ
১। চিনির কৌটো।😜
২। শাল ।😜
৩। বাইরে থেকে চেয়ার নিয়ে ঢুকলে।😜
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন