Featured Post
ছড়া।। ছেলেটা ।। ঊষা মল্লিক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছেলেটা
ঊষা মল্লিক
ঐ যে আছে একটি বালক, উদলা গায়ে যায়,
সকাল থেকে বিকাল কেবল খেলায় মজা পায়।
শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু,মানে না সে কিছু,
ছুটে বেড়ায় , সবসময়ে পশুর পিছু পিছু।
নিজে খাবার না খেয়ে সে কুকুরকে যে খাওয়ায়,
বিড়াল ছানা নিয়ে কেবল, এদিক ওদিক পালায়।
পায়রা গুলো ওকে দেখে,বকম বকম করে
খেলার সাথী টিয়া পাখি আনন্দে গান ধরে।
পশু পাখি নিয়েই সে যে আছে ভালোই বেশ,
এদিক ওদিক ঘোরাঘুরি, এতেই যে দিন শেষ।
বাড়ির জলে স্নান করে না, ডুব দেয় সে পুকুরে,
গামছা গায়ে হেঁটে বেড়ায়, আদুর গায়ে দুপুরে।
পড়াশোনা নেইকো যে তার, আছে শুধু খেলায়,
ঘুরছে যে সে একা একা, গাজনতলার মেলায়।
বাবা -মায়ের দুষ্টু ছেলে, পাড়ায় তবু সুনাম,
পশুপ্রেম আর বুদ্ধিটি তার পেয়েছে অনেক দাম।
গ্রাম থেকে গ্রামান্তরে সবাই তাকে চেনে,
দুষ্টু হলেও গুরুজনেদের সদাই চলে মেনে।
প্রতিবেশীর বিপদ আপদ, সবেতেই সে আছে,
অসুস্থ কেউ হলে পরেই , ছোটে যে তার কাছে।
জীবন মানে তার কাছে যে শুধুই পরোপকার ,
পাড়ার কাছে এই ছেলে তাই সবার অহঙ্কার ।
___________________________________
Mrs. Usha Mallick
Asso. Prof and HOD,
Department of Nursing,
Aliah University
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন