Featured Post
ছড়া ।। মেঘ কালো ।। গোপা সোম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
মেঘ কালো
গোপা সোম
বর্ষা শেষে রাত পোহালো, এলো শরৎ কাল,
আকাশে ভাসে তুলোর ভেলা, তুলে দিয়ে পাল।
বই নিয়ে পড়তে বসে, জানালার ধারে খোকা,
মন বসে না, আকাশ পানে চেয়ে থাকে একা।
জানালা দিয়ে যায় যে দেখা, মহীরুহের সারি,
নীলাকাশের সাথে কেমন ভাব জমেছে ভারী।
সাদা সাদা মেঘেদের নিয়ে কত বড় কারিগর।
আঁকিবুঁকি চলে অবিরাম, যেন চালচিত্রকর।
সহসা এক কালো মেঘ কোথা হতে এল ভাসি,
এক নিমেষে ছেয়ে ফেলে, নীলাকাশএ আসি।
মাকে ডেকে বলে খোকা,মেঘ করেছে, কালো,
মেঘের ধারে যায় যে দেখা, আবার এক্টু আলো।
আলো, আঁধার এ চলছে যে, ভারী মজার খেলা,
নীলাকাশ হয় যে কালো, সরিয়ে সাদা ভেলা।
মাঝে মাঝে ডাকছে মেঘ, করছে গুরুগুরু।
গা করছে ছমছম, বুক করছে দুরুদুরু।
দু এক পাতা পড়ে ঝরে, চারপাশ থম্থম,
সামাল দিতে নামবে বুঝি, বৃষ্টি ঝমঝম।
হঠাৎ ই অবাক হয় খোকা, মেঘ যে গেছে সরে,
রবির কিরণ যাচ্ছে দেখা, মেঘের বুক চিরে।
মাকে এবার বলে খোকা, আকাশ পানে চেয়ে,
জলভরা মেঘ গুলি কেমন, যাচ্ছে পালিয়ে।
কালোমেঘ গেছে সরে, টুটেছে আজ বাদল,
সাদা মেঘে যায় দেখা, রবি ঠাকুরের আদল।
_________________________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন