Featured Post
অণুগল্প ।। বিট্টুর আনন্দ ।। ঊষা মল্লিক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
বিট্টুর আনন্দ ঊষা মল্লিক
আজ কয়েক দিন ধরে ছোট্ট বিট্টুর মনে মনে খুব আনন্দ হচ্ছে। বিট্টুর মা যেন
তা খুব ভালো ভাবেই বুঝতে পারছেন। কিন্তু এই ব্যাপারে বিট্টু কিন্তু মা কে কিছু
বলে না। মা ও এই বিষয়ে তেমন কিছু বলছেন না। কিন্তু বিট্টুর মনে হঠাৎ
এতো আনন্দ কেন? বিট্টু জানতে পেরেছে যে তাদের আবার স্কুল চালু হবে।
নিয়মিত ভাবে স্কুলে যেতে হবে। সব শিশু, কিশোরের মনেই এটা আনন্দের
বিষয়। এতো দিন পরে বন্ধু দের সঙ্গে দেখা হবে, খেলা ধূলা হবে। খুব মজা
হবে। যেটা গত দুবছর ধরে হয় নি, এই কোভিড নামক মারন রোগের জন্য।
কিন্তু এগুলো ছাড়াও বিট্টুর খুশীর কারন কিছু টা অন্য। বিট্টুর বাবা গত বছর
কোভিডে মারা গেছেন। সুখের সংসারের ছন্দ পতন ঘটেছে। একমাত্র ছেলেকে
অবলম্বন করেই বিট্টুর মার বেঁচে থাকা। একটা শিশুর গভর্নেন্স এর কাজ
করেন বিট্টুর মা। তাই খুব কষ্টে দিন কাটে দুজনের। ভালো মন্দ খাওয়া দাওয়া
হয় না। ছেলের পড়াশোনার জন্য গৃহ শিক্ষকও নেই।বিট্টুর খুব আঁকার সখ,
কিন্তু আঁকার জিনিস পত্র কেনার ক্ষমতা নেই তার মায়ের। জামা কাপড়ের
অবস্থা ও বিশেষ ভালো না। কোনো এক আকাশের দিকে তাকিয়ে বিট্টু তার
মনের ভাবনার পর্ব গুলো কে সুন্দর ভাবে সাজিয়েছে । মা সন্তানের অটুট
বন্ধনে ধরা পড়েছে বিট্টুর খুশী হবার বিশেষ কারণ হল, স্কুলে গেলে ওখানে
মিড ডে মিলের খাবার পাবে। তাহলে তার মায়ের তার জন্য একবেলা
খাবারের খরচ কমবে।
স্কুলে drawing class এর জন্য আঁকার জিনিস পত্র মাস্টারমশাই আর
দিদিমণিরা দেয় বিট্টুকে।
গৃহ শিক্ষকের অভাবটা বিট্টুর স্কুলেই পূরণ হয়।
স্কুলের থেকে যে জামাকাপড় দেয়, তাই পরে বিট্টুর অনেকটা সময় কেটে যায়,
তাই বাড়ীতে তারজন্য বিশেষ জামা কাপড় কিনতে হয় না।
বাড়ীর ফুটো টিনের চাল দিয়ে যে জল পড়ে বা খুব রোদ ঢোকে, স্কুলে গেলে
সেই কষ্ট থেকে বিট্টু বাঁচে।
মা কাজে যায়, তাই বিট্টু সারাদিন একা থাকে, ওর অনেক কষ্ট হয়।স্কুলে
গেলে সে কষ্ট হবে না।
আজ বিট্টুর জায়গায় দাঁড়িয়ে থাকলে সবাই বুঝত যে জীবন কতো কঠিন।
কতো লড়াই করে বেঁচে থাকা। আনন্দ সবার হলেও কারণ যে বড্ড ভিন্ন।
আজ বিট্টুর মায়ের চোখের জল বেগ মানে না। অজান্তেই বিট্টুর মা ফুঁপিয়ে
ফুঁপিয়ে কাঁদে।
____________________________________________
ঊষা মল্লিক
বিভাগীয় প্রধান
নার্সিং বিভাগ
আলিয়া বিশ্ববিদ্যালয়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন