Featured Post
অণুগল্প ।। বিট্টুর আনন্দ ।। ঊষা মল্লিক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
বিট্টুর আনন্দ ঊষা মল্লিক
আজ কয়েক দিন ধরে ছোট্ট বিট্টুর মনে মনে খুব আনন্দ হচ্ছে। বিট্টুর মা যেন
তা খুব ভালো ভাবেই বুঝতে পারছেন। কিন্তু এই ব্যাপারে বিট্টু কিন্তু মা কে কিছু
বলে না। মা ও এই বিষয়ে তেমন কিছু বলছেন না। কিন্তু বিট্টুর মনে হঠাৎ
এতো আনন্দ কেন? বিট্টু জানতে পেরেছে যে তাদের আবার স্কুল চালু হবে।
নিয়মিত ভাবে স্কুলে যেতে হবে। সব শিশু, কিশোরের মনেই এটা আনন্দের
বিষয়। এতো দিন পরে বন্ধু দের সঙ্গে দেখা হবে, খেলা ধূলা হবে। খুব মজা
হবে। যেটা গত দুবছর ধরে হয় নি, এই কোভিড নামক মারন রোগের জন্য।
কিন্তু এগুলো ছাড়াও বিট্টুর খুশীর কারন কিছু টা অন্য। বিট্টুর বাবা গত বছর
কোভিডে মারা গেছেন। সুখের সংসারের ছন্দ পতন ঘটেছে। একমাত্র ছেলেকে
অবলম্বন করেই বিট্টুর মার বেঁচে থাকা। একটা শিশুর গভর্নেন্স এর কাজ
করেন বিট্টুর মা। তাই খুব কষ্টে দিন কাটে দুজনের। ভালো মন্দ খাওয়া দাওয়া
হয় না। ছেলের পড়াশোনার জন্য গৃহ শিক্ষকও নেই।বিট্টুর খুব আঁকার সখ,
কিন্তু আঁকার জিনিস পত্র কেনার ক্ষমতা নেই তার মায়ের। জামা কাপড়ের
অবস্থা ও বিশেষ ভালো না। কোনো এক আকাশের দিকে তাকিয়ে বিট্টু তার
মনের ভাবনার পর্ব গুলো কে সুন্দর ভাবে সাজিয়েছে । মা সন্তানের অটুট
বন্ধনে ধরা পড়েছে বিট্টুর খুশী হবার বিশেষ কারণ হল, স্কুলে গেলে ওখানে
মিড ডে মিলের খাবার পাবে। তাহলে তার মায়ের তার জন্য একবেলা
খাবারের খরচ কমবে।
স্কুলে drawing class এর জন্য আঁকার জিনিস পত্র মাস্টারমশাই আর
দিদিমণিরা দেয় বিট্টুকে।
গৃহ শিক্ষকের অভাবটা বিট্টুর স্কুলেই পূরণ হয়।
স্কুলের থেকে যে জামাকাপড় দেয়, তাই পরে বিট্টুর অনেকটা সময় কেটে যায়,
তাই বাড়ীতে তারজন্য বিশেষ জামা কাপড় কিনতে হয় না।
বাড়ীর ফুটো টিনের চাল দিয়ে যে জল পড়ে বা খুব রোদ ঢোকে, স্কুলে গেলে
সেই কষ্ট থেকে বিট্টু বাঁচে।
মা কাজে যায়, তাই বিট্টু সারাদিন একা থাকে, ওর অনেক কষ্ট হয়।স্কুলে
গেলে সে কষ্ট হবে না।
আজ বিট্টুর জায়গায় দাঁড়িয়ে থাকলে সবাই বুঝত যে জীবন কতো কঠিন।
কতো লড়াই করে বেঁচে থাকা। আনন্দ সবার হলেও কারণ যে বড্ড ভিন্ন।
আজ বিট্টুর মায়ের চোখের জল বেগ মানে না। অজান্তেই বিট্টুর মা ফুঁপিয়ে
ফুঁপিয়ে কাঁদে।
____________________________________________
ঊষা মল্লিক
বিভাগীয় প্রধান
নার্সিং বিভাগ
আলিয়া বিশ্ববিদ্যালয়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সূচিপত্র
সূচিপত্র
-
-
-
-
-
-
-
-
-
-
- প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April ...
- গল্প ।। উন্মুক্ত স্বর্গদ্বার ।। শংকর ব্রহ্ম
- গল্প ।। যথা ইচ্ছা তথা যা ।। অরুণ চট্টোপাধ্যায়
- কল্প বিজ্ঞানের গল্প ।। জীবনদাতা ।। মিঠুন মুখার্জী
- গল্প ।। ভালবাসার গন্ধ ।। ডঃ রমলা মুখার্জী
- গল্প ।। মিনু ও তার বহুরূপী জীবন ।। সুদীপ ঘোষাল
- অণুগল্প ।। বিট্টুর আনন্দ ।। ঊষা মল্লিক
- ছোটোদের আঁকিবুঁকি ।। কিশলয় ।। এপ্রিল ২০২২ সংখ্যা
- শব্দখেলা, ক্যুইজ, ধাঁধা ।। 7th issue: April 2022
- কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য
- ছড়া ।। উল্কি ।। নিরঞ্জন মণ্ডল
- ছড়া।। সহানুভূতি ।। বদ্রীনাথ পাল
- ছড়া ।। রামুকাকা ও তার চাকর শান ।। গোবিন্দ মোদক
- কবিতা ।। কাজের বেলা ।। লাবণী পাল
- ছড়া ।।ভুল ।। সুশান্ত সেন
- কবিতা ।। চুনি গোস্বামী স্মরণে ।। আনন্দ বক্সী
- কবিতা ।। শিক্ষা ও সমাজ ।। শংকর হালদার
- ছড়া ।। বিপন্ন চড়ুই ।। সত্যব্রত চৌধুরী
- ছড়া ।। ভূগোলের ছড়া ।। সান্ত্বনা ব্যানার্জী
- ছড়া ।। গঙ্গার শুশুক ।। কান্তীশ মণ্ডল
- ছোটগল্প ।। শাবক ।। অশোক দেব
- ছড়া ।। নেমন্তন্ন ।। চন্দন মিত্র
- ছড়া ।। খুকুর চোখে রবিবার ।। সুব্রত চৌধুরী
- ছড়া ।। পাড়ার ছেলে নব ।। শ্যামাপদ মালাকার
- ছড়া ।। বন্ধু ।। জয়শ্রী সরকার
- ছড়া ।। বই ।। মানস বন্দ্যোপাধ্যায়
- ছড়া ।। মামদো ভূতের মেয়ের বিয়ে ।। দীনেশ সরকার
- ছড়া ।। ব্যাঙ।। হীরক বন্দ্যোপাধ্যায়
- ছড়া ।। সব মিথ্যে কথা! ।। রঞ্জন কুমার মণ্ডল
- ছড়া ।। সূর্যের মতো জ্বলে ।। কার্ত্তিক মণ্ডল
- ছড়া ।। রঙ বাহার ।। রূপালী মুখোপাধ্যায়
- ছড়া ।। চল-চঞ্চল ।। অরবিন্দ পুরকাইত
- ছড়া ।। রঙের রবি ।। সুব্রত কুণ্ডু
- কবিতা ।। নীল রাত্রি ।। অজিত কুমার জানা
- ছড়া ।। মেঘ কালো ।। গোপা সোম
- কবিতা ।। উড়োপাতা ।। অভিজিত বেজ
- ছড়া ।। বাহন ।। শীলা সোম
- ছড়া ।। ফুল ।। ক্ষুদিরাম নস্কর
- ছড়া ।। ঘুমের দেশে ।। সুদীপ ঘোষ
- ছড়া ।। পশুর পাঠশালা।। অঙ্কন গুচ্ছাইত
- ছড়া ।। জোনাকি ।। পলাশ দাস
- ছড়া ।। বৈশাখে খোকা খুকু ।। সোমা মুৎসুদ্দী
- ছড়া ।। খুকু যখন ।। দীপঙ্কর বেরা
- ছড়া ।। পিঠা ।। রেজাউল করিম রোমেল
- কবিতা ।। নীড়ের পাখি ।। তপন মাইতি
- কবিতা ।। ফিরে আসুক ।। শুভশ্রী দাস
- ছড়া ।। রমজানের চাঁদ ।। রাজীব হাসান
- ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ
- ছড়া ।। খোকার আবদার ।। প্রদীপ মণ্ডল
- ছড়া ।। ভূতের ওঝা ভূত ।। সুমিত মোদক
- ছড়া ।। এলো রোজার মাস ।। ইমরান খান রাজ
- ছড়া ।। শৈশবের পাঠশালা ।।রাণু বর্মণ
- ছড়া ।। নতুন দিনের আশে ।। শুভাশিস দাশ
-
-
-
-

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন