শব্দখেলা -৭ ।। ভাস্কর চৌধুরী
পাশাপাশি
১। বন ৩। একই সঙ্গে জাত ৫। নানা রকম, হরেক রকম ৬। নয় সংখ্যার পূরক ৮। চিনি বেষ্টিত মিষ্টান্ন বিশেষ ১০।জন সাধারন ১২। যমালয়, পাপীর শাস্তি ভোগের স্থান ১৪।নৃত্যরত শিব ১৫। রান্না ১৬। সঞ্চিত খাদ্য দ্রব্য
উপরনিচ
১।স্বর্ণ, চাঁপা ফুল ২। কোমল ৩। অর্থ দন্ড ৪। মেথর, ঝাড়ুদার ৭। ত্যাগ ৯। দাখিল করা ১০। ভূ স্বামী ১১। গনেশ ১২। দৃষ্টি ১৩। করপ্রদ, যে অন্য রাষ্ট্রকে কর দেয়।
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ৬-এর উত্তরঃ
পাশাপাশি
১। ভবন ৩। বায়স ৫। ধবলতা ৬। সাগর ৮। বনচর ১০। সরগম ১২। রকম
১৪। গোচারণ ১৫। তমাল ১৬। পাচার
উপর নিচ
১। ভরসা ২। নধর ৩। বাতায়ন ৪। সহচর ৭। গহ্বর ৯। চমক ১০। সহবত
১১। গন্ডগোল ১২। রনপা ১৩। মধুর
__________________________________________________________________________________________________
ভাস্কর চৌধুরী
বর্ধমান
_______________________________________________________________________________________
🎇🎇🎇 ক্যুইজ-৭🎇🎇🎇
প্রিয়ব্রত দত্ত
১। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শতরানকারী প্রথম ভারতীয়র নাম কি?🤔
২। 'ভারতীয় ম্যাজিকের জনক' কাকে বলা হয়?🤔
৩। বিশ্ব ক্যারাটে ফেডারেশনের সদর দপ্তর কোথায় কোথায়?🤔
৪। কোন দেশের পুরুষদের জাতীয় পোশাক 'ঘো'?🤔
৫। বিশ্বের বৃহত্তম স্থলচর মাংসাশী প্রাণীটির নাম কী?🤔
__________________________________________________________________________
_
🌈🌈🌈ধাঁধা-৭🌈🌈🌈
🎯
প্রিয়ব্রত দত্ত
১। পৃথিবীতে প্রথম গাজর কোথায় পাওয়া যায়?🤓
২। কি এমন জিনিস যা আসছি আসছি করেও আসে না ?🥸
৩। HardWater- কে তিন অক্ষরে কীভাবে বোঝাবেন?🤩
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ৬ -এর উত্তরঃ
১। ক্লদ শ্যানন ২। দক্ষিণ কোরিয়া ৩। মাদ্রাজ রাবার ফ্যাক্টরি ৪। ঘানা ৫। পারস্যের কার্পেট । 🤠🤠🤠
_________________________________________________________________________
গত মাসের ধাঁধা ৬-এর উত্তরঃ
১। প্রশ্নটা wrong বললে ভুল হয়।😜
২। পেটপুজো ।😜
৩।সবকিছু।😜
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন