Featured Post
ছড়া ।। এক ডজন শারদ চিঠি ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এক ডজন শারদ চিঠি
গোবিন্দ মোদক
মউ বললো শোনরে ভোলা, শোনরে ওরে মিঠি,
মা দুগ্গাকে লিখবো আমি ডজন খানেক চিঠি।
প্রথম চিঠি দেবো আমি দুগ্গা মায়ের নামে,
তাড়াতাড়ি আসেন যেন এই যে ধরাধামে।
ধরাধামে অনেক অসুর, শান্তি বিঘ্ন তাই,
ত্রিশূল দিয়ে দুষ্টুগুলোকে জব্দ করা চাই।
আর একটা চিঠি দেবো লক্ষ্মী মায়ের নামে,
পয়সা-কড়ি দিও কিছু ডান হাতে আর বামে!
সরস্বতীকে বলবো- দেদার বিদ্যা দেওয়া চাই,
শিক্ষিত হলেও মর্ত্যবাসীর কোনও বুদ্ধি নাই!
গণেশ দাদাকে লিখবো চিঠি এনো কিছু মিষ্টি,
কাতুদাদাকে নিয়ে আমরা করবো মজার ফিষ্টি!
ষষ্ঠ চিঠি লিখবো আমি সিংহ-মামার নামে,
অসুরটা বধ না হওয়া পর্যন্ত সে যেন না থামে!
সপ্তম চিঠি লিখবো তো বেশ নেংটি ইঁদুর পাবে,
সুযোগ পেলেই অসুরগুলোকে কুটুস করে খাবে।
অষ্টম চিঠি পাবে নিশ্চয়ই রাজহাঁস আর প্যাঁচা,
নবম চিঠি ময়ূর পাবি পুচ্ছটা তুই নাচা।
দশম চিঠি খুব লিখবো মহিষাসুরের নামে,
জবাই তোকে হতেই হবে এই যে ধরাধামে।
কলাবউকে লিখবো চিঠি এগারো নম্বর বটে,
বট-অশ্বত্থের সঙ্গে যেন বিচ্ছেদ না ঘটে!
বারো নম্বর চিঠি পাবেন ভোলা মহেশ্বর,
ভোলে বাবা পার করেগা! সবাই প্রণাম কর!!
____________________________________গোবিন্দ মোদক
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন