শব্দখেলা -১৩।। কার্তিক চন্দ্র পাল
পাশাপাশি
১। মস্তিষ্ক ৩। কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার ৫। অভিসন্ধি, অভিপ্রায় ৬। ক্রিয়ার সম্পাদক ৮। আম্রপল্লব ১০। সরগরম হইয়া উঠার ভাব, মক্কার প্রসিদ্ধ কূপ ১২। তরল এক প্রকার ধাতু, পারা ১৪। সুন্দর বক্তব্য ১৫। ভয়যুক্ত, ভীত ১৬। খোরাক, খাদ্যবস্তু।
উপরনিচ
১। শ্বেত পুষ্পবিশেষ; বেলফুল ২। সমারোহ; দীপ্তি ৩। ফার্সিতে ভোরের শিশির
৪। বাজশ্রবস মুনির পুত্র, বৈদিক ঋষিবিশেষ ৭। প্রকার ৯। প্রস্তর ১০। ভগবান/ বিখ্যাত বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা ১১। মণিমুক্তাদি বহুমূল্য রত্ন ১২। সমুদ্র; বিস্তীর্ণ জলরাশি ১৩। সমবেদনা, ব্যথা।
কার্তিক চন্দ্র পাল
বর্ধমান
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ১২-এর উত্তরঃ
পাশাপাশি
১। লহমা ৩। কন্দর ৫। দাবানল ৬। মকর ৮। অনশন ১০। হরদম ১২। দেরাজ
১৪। মহাদেব ১৫। লালন ১৬। তারকা
উপর নিচ
১। ললাম ২। মাদার ৩। কলতান ৪। রমজান ৭। কবর ৯। শর্করা ১০। হরবোলা
১১। দশমন ১২। দেবতা ১৩। জলৌকা
_______________________________________________________________________________________
🌈🌈🌈ছোটদের ধাঁধা-১🌈🌈🌈
🎯
(1) কোরমা, কিন্তু ,লাল
তিনটি শব্দ দিয়ে একটি
পাখির নাম বল দেখি?
(2) রোদে শুকায় না
ছাওয়াতে শুকিয়ে যায়
কি বলো দেখি?
(3)দিনে ঘুমায় ,রাতে জাগে,
ভাই নয় কাকা নয়, সবার মামা সে ।
কে বলো দেখি?
(4)জন্মায় কালো রূপে ,
যৌবনে লাল ,বৃদ্ধ তে সাদা
বল দেখি সে কে?
(5)বল দেখি এমন কোন জিনিস
সারাদিনরাত ফ্রিজে রাখলেও গরম থাকে?
নাম :ইশিতা মালিক
বয়স :৯ +
ক্লাস: 4
স্কুলের নাম:মনিমালা গার্লস প্রাইমারি স্কুল
ঠিকানা
বাবা :জগন্নাথ মালিক
গ্রাম + পোষ্ট +থানা: বেলিয়াতোড়
জেলা :বাঁকুড়া
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন