প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

এক যে আছে সাইকেল, দু চাকায় চলে,
ছোট বা বড়, যাইহোক, দোকানে সাইকেল মেলে।
চলে যে সে, আস্তে ধীরে, কখনো বা খুব জোরে,
একদিক থেকে আর এক দিকে, বন্ বন্ করে ঘোরে ।
চাকা গুলো করে চকচক, যায় যখন এদিক ওদিক,
সাইকেল নিয়ে ক্লান্ত শরীরে ঘুরে বেড়ায় পথিক ,
ক্রিং ক্রিং শব্দ করে, রাস্তা দিয়ে যায়,
ছোট শিশু রা তাতেই, ভীষণ মজা পায়।
সাইকেলের সামনে ঝুড়ি, আর পিছনে বসার সিট ,
চালক বসে উচু সিটে, আর পিছনে থাকে তার পিঠ।
দু পা দিয়ে প্যাডেল করে, চালায় সবাই সাইকেল,
সবচেয়ে জোরে চালায়, আমাদের পাড়ার মাইকেল।
নানান কোম্পানির সাইকেল, আছে যে এই বাজারে,
অ্যাভন , হিরোর জন্য মানুষ ছুটছে, কাতারে কাতারে।
ছোট বেলার সাইকেলে-স্মৃতি, আজও উঁকি দেয় মনে,
ছোট্ট ছোট্ট ঘটনা গুলোই , আনন্দ জোগাত প্রাণে।
_______________________________________________________
Mrs. Usha Mallick
Asso. Prof and HOD,
Department of Nursing,
Aliah University
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন