শব্দখেলা -৯ ।। কার্তিক চন্দ্র পাল
পাশাপাশি
১। সমস্ত, সমুদায় ৩। চড়া, বালুকাময় তট ৫। সোজা, একটানা ৬। হৃষ্টপুষ্ট, কমনীয় ৮। শাসনকর্তা, পদবী বিশেষ ১০। সরল ১২। আদেশপত্র, দলিল ১৪। শিশির ১৫। শহর ১৬। খোরাক, খাদ্যবস্তু
উপরনিচ
১। বার্তাকু ২। সমাধি, গোর ৩। ইন্দ্র, বিষ্ণু ৪। শ্রেষ্ঠ নর্তক বা অভিনেতা, শ্রীকৃষ্ণ ৭। বকুনি, তিরস্কার ৯। বন, বাগান ১০। উপবাস, অনাহার ১১। কর্মশাস্ত্র প্রবর্তক ঋষি, ব্যাসদেবের পিতা ১২। যুদ্ধ, সংগ্রাম ১৩। সমবেদনা, সহানুভূতি।
কার্তিক চন্দ্র পাল
বর্ধমান
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ৭-এর উত্তরঃ
পাশাপাশি
১।কানন ৩। জমজ ৫। রকমারি ৬। নবম ৮। দানাদার ১০। জনগণ ১২। নরক
১৪। নটরাজ ১৫। রন্ধন ১৬। রসদ
উপর নিচ
১। কাঞ্চন ২। নরম ৩। জরিমানা ৪। জমাদার ৭। বর্জন ৯। দায়ের ১০। জমিদার
১১। গজানন ১২। নজর ১৩। করদ
_______________________________________________________________________________________
🎇🎇🎇 ক্যুইজ-৯🎇🎇🎇
প্রিয়ব্রত দত্ত
১। সুকুমার রায়ের ছদ্মনাম কী ছিল ?🤔
২। কার বৃহত্তম উপগ্রহ চারণ ?🤔
৩। কোন দেশে সান্তাক্লজকে 'হোতেইশো' নামে ডাকা হয়?🤔
৪।কোন নদীর উপর টাওয়ার ব্রিজ অবস্থিত?🤔
৫। 'কোলাতা' ভারতের কোন রাজ্যের নাচ?🤔
__________________________________________________________________________
_
🌈🌈🌈ধাঁধা-৯🌈🌈🌈
🎯
প্রিয়ব্রত দত্ত
১। চিনি থাকে তাও মিষ্টি নয়?🤓
২। গায়ে জড়ালে শীত যায়, বনে থাকলে দামি হয়। কী ?🥸
৩। থেকে দু পায়ে বেরোলে, আর ঢুকলে ছয় পায়ে। কীভাবে?🤩
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ৮-এর উত্তরঃ
১। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ২। ভুটান ৩। বেড়ানোর ভয় ৪। মানিক বন্দ্যোপাধ্যায় ৫। অবনীন্দ্রনাথ ঠাকুর। 🤠🤠🤠
_________________________________________________________________________
গত মাসের ধাঁধা ৮-এর উত্তরঃ
১। একজনও না।😜
২। ১১+১+১+১= ১৪ ।😜
৩। কথা।😜
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন