প্রচ্ছদ শিল্পীঃ তনুশ্রী পাল, চতুর্থ শ্রেণি, বর্ধমান কারমেল হাই স্কুল, পূর্ব বর্ধমান।
সম্পাদকীয়
জ্যৈষ্ঠ মাসে পাকা ফলের ঘ্রাণে চতুর্দিক ম ম করছে। এখন হরেক কিসিমের মিষ্টি পাকা ফলে গাছ ভরে আছে; আম কাঁঠাল লিচু, আনারস, তরমুজ, গোলাপ জাম, বেতফল, গাব, জামরুল, আতা কত কি!
এই জ্যৈষ্ঠ মাসেই ( ১১ই জৈষ্ঠ্য, ১৩০৬ বঙ্গাব্দ) কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। পরাধীন ভারতে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটেছিল তাতে তাঁর প্রকাশিত ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। তাঁর লেখা স্বদেশপ্রেমের কবিতা পড়ে বা গান শুনে দেখো, একটা দেশপ্রেমের উন্মাদনা জাগে।
গরম পড়েছে বেশ। জানোই তো যে পরিবেশ দূষণের জন্য দিন দিন পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে। পরিবেশ নিয়ে তাই সকলের একটা ভাবনা থাকা দরকার। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বপ্রকৃতিকে রক্ষার অঙ্গীকার নিয়েছে সকলে। তোমাদের মনে হতে পারে মানুষের কি ক্ষমতা আছে প্রকৃতিকে রক্ষা করার? আসলে রক্ষা করা মানে প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছ ভাবে ব্যবহার না করা, গাছপালা যা নষ্ট হয়েছে তার কিছুটা অন্তত পূরণ করা। মানুষই একমাত্র জীব যারা প্রাকৃতিক সম্পদকে নিজের সুবিধার্থে ইচ্ছেমত ব্যবহার করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তোমাদেরও বিশ্ব পরিবেশ দিবসে একটা ভার নিতে হবে। প্রত্যেকে একটা করে বৃক্ষ জাতীয় গাছ বসিয়ে পরিচর্যা করে বড় করে তুলতে হবে। আম, জাম, কাঁঠাল সবই বৃক্ষ জাতীয় গাছ। তাই ফল খেয়ে বীজগুলো বাড়ির উঠোন, পুকুর পাড় বা রাস্তার ধারে যত্ন করে পুঁতে দাও। শিক্ষকের অনুমতি নিয়ে স্কুল প্রাঙ্গণেও রোপণ করতে পারো। বড় হলে যখন গাছ গুলো ফল দেবে, ছায়া দেবে দেখবে তোমাদের মনটা ভারি ভালো লাগায় ভরে যাবে। একটা একটা গাছ সৃষ্টির স্মৃতি বহন করবে। তোমাদের সকলের
স্কুলে গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে। স্কুল খুললে শিক্ষকের অনুমতি নিয়ে অন্তত একটা গাছ রোপণ করে দাও। আগামী বর্ষার জলে তা পুষ্ট হয়ে উঠবে। বড় হয়ে বহুবছর পর স্কুলে বেড়াতে এলে দেখবে গাছটাকে কত আপন মনে হবে। আর পারলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বলাই' গল্পটি একবার পড়ে দেখো। গাছকে ভালোবাসার গল্প।
ভালো হয়ে থেকো সকলে। কিশলয়ের আগামী জুলাই সখ্যার জন্য লেখা-আঁকা পাঠিয়ে দিও শিগগির, ২রা জুলাই-এর মধ্যে। আর কে কতগুলো গাছ লাগালে জানিও।
শুভকামনাসহ--
প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ।
১০ই জুন, ২০২২
=============
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
-------------০০০-------------
সূচিপত্র
গল্প।। আগুন পাহাড়ের দ্বীপে ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ছোটোদের আঁকিবুঁকি ।। কিশলয় ।। জুন ২০২২ সংখ্যাছোটদের পাতা ।। কবিতা।। প্রাণের কবি।। সুনিষ্কা চক্র...ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা ।। 9th issue: June 2022অণুগল্প ।। অথ শুকসারি কথা ।। শংকর ব্রহ্মগল্প ।। ক্ষণিকের যাত্রী ।। জাহিদগল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জীগল্প।। ভূত স্যারের ছাত্র ।। তপতী মণ্ডলছোটোগল্প ।। ইচ্ছে পূরণ ।। রঞ্জন ব্যানার্জীঅণুগল্প ।। ঘুড়ি ।। আবদুস সালামছড়া ।। বৃষ্টি।। রেজাউল করিম রোমেলছড়া ।। সম্প্রীতি ঈদ ।। অবশেষ দাসছড়া।। চাঁদধরা ।। চন্দন মিত্রকবিতা ।। বছর ঘোরে ।। অভিজিৎ মান্নাছড়া ।। বেরিয়ে পড় ।। ছড়া দাদুকবিতা।। তোর তুলনা নাই ।। নিরঞ্জন মণ্ডলকবিতা।। সুখের সন্ধান ।। হারান চন্দ্র মিস্ত্রীকবিতা।। হরিণ ছানা ও মা।। গোবিন্দ মোদকছড়া ।। ভোম্বলের দুষ্টুমি ।। দিলীপ কুমার মধুকবিতা।। শান্ত ছেলে।। সুশান্ত সেনছড়া ।। রবিঠাকুর ।। শীলা সোমছড়া ।। শেষ সম্বল ।। সাইফুল ইসলামছড়া ।। মানুষের পালা ।। জগদীশ মালছড়া ।। দূর হ'য়ে যা ।। দীনেশ সরকারকবিতা ।। ভুল ভেঙে যায় ।। জয়ন্ত কুমার মল্লিককবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সীকবিতা ।। কদম কেয়া ।। স্বপন কুমার মৃধাছড়া ।। সবুজ পাতা ।। গোপা সোমকবিতা ।। বাংলার পাখি ।। রঞ্জন কুমার মণ্ডলছড়া ।। খোকাবাবু ।। মেশকাতুন নাহারছড়া ।। স্বপ্ন ।। বিভাস গুহছড়া ।। দুপুর বেলা ।। সুব্রত চৌধুরীছড়া ।। আজগুবি নয় ।। মনোরঞ্জন দাসকবিতা ।। নবাব ও বেগম ।। অজিত কুমার জানাছড়া ।। কবিপ্রণাম ।। রূপালী মুখোপাধ্যায়ছড়া ।। বৃক্ষসখা ।। তপন কুমার বৈরাগ্যকবিতা ।। রবীন্দ্রনাথ।। পলাশ পোড়েলছড়া ।। কাঠবিড়ালি ।। অনিল কুমার পালছড়া ।। বন্ধু সে তো ।। কার্ত্তিক মণ্ডলছড়া ।। মিনি আর মেনি ।। সুদীপ ঘোষছড়া ।। দুই বোন ।। অরুণ কুমার দাঁছড়া ।। উড়ছে ফড়িং ।। গৌর গোপাল পালকবিতা ।। সান্টাক্লজ্ ।। দীপ্তরূপা মল্লিক দাশগুপ্তছড়া ।। এলাটিং বেলাটিং ।। সান্ত্বনা ব্যানার্জীছড়া ।। গাছ ।। রাণু বর্মণছড়া ।। বর্ষা ও বৃষ্টি ।। মানস বন্দ্যোপাধ্যায়কবিতা ।। প্রকৃতির রূপ ।। ইন্দ্রজিৎ হালদারকবিতা ।। সাইকেল ।। ঊষা মল্লিকছড়া ।। ঠিকানা যে চাই ।। বিশ্বনাথ পালকবিতা ।। গ্রাম-শহরের গল্প ।। অরবিন্দ পুরকাইত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন