শব্দখেলা -৮ ।। ভাস্কর চৌধুরী
পাশাপাশি
১। শুলবিদ্ধ ঝলসানো মাংস ৩। নিন্দাকারী ৫। খবর ৬। নখ কাটার যন্ত্র ৮। জনসাধারণ ১০। ব্রিটিশ অধীনস্থ বাংলায় ভারতের রাজধানী ১২। ব্যাকুল ১৪। নখ দিয়ে আচঁড়ানো ১৫। জিহ্বা ১৬। পুরাণে উল্লেখিত দুঃখভোগের স্থান
উপরনিচ
১। তোপ ২। পরিধানের কাপড় ৩। দৃষ্টান্ত চিহ্ন ৪। ধমক দেওয়া শাসন করা ৭। রুপোর মতো সাদা ৯। অংক শাস্ত্র ১০। কুৎসিত ১১। কর্মশালা, দ্রব্যাদি নির্মাণের স্থান ১২। বন ১৩। রসজ্ঞ, রসবোধ আছে যার।
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ৭-এর উত্তরঃ
পাশাপাশি
১।কানন ৩। জমজ ৫। রকমারি ৬। নবম ৮। দানাদার ১০। জনগণ ১২। নরক
১৪। নটরাজ ১৫। রন্ধন ১৬। রসদ
উপর নিচ
১। কাঞ্চন ২। নরম ৩। জরিমানা ৪। জমাদার ৭। বর্জন ৯। দায়ের ১০। জমিদার
১১। গজানন ১২। নজর ১৩। করদ
_ভাস্কর চৌধুরী
বর্ধমান
_______________________________________________________________________________________
🎇🎇🎇 ক্যুইজ-৮🎇🎇🎇
প্রিয়ব্রত দত্ত
১। কোন দেশকে বলা হয় 'দ্যা ল্যান্ড অফ হামিং বার্ড' ?🤔
২। ভারতের প্রতিবেশী কোন দেশ 'দ্য লাস্ট সাংগ্রিলা' নামে পরিচিত?🤔
৩। কিসের ভয় কে 'হোডোফোবিয়া' বলে?🤔
৪। 'পুতুল নাচের ইতিকথা' বইটি কে লিখেছিলেন?🤔
৫। 'রসুন আলি' কার ছদ্মনাম?🤔
__________________________________________________________________________
_
🌈🌈🌈ধাঁধা-৮🌈🌈🌈
🎯
প্রিয়ব্রত দত্ত
১। ২০০৫ সালে ভারতে কতজন লোকের জন্ম হয়েছে?🤓
২। ৫ টা ১ কে কিভাবে যোগ করলে ১৪ হবে ?🥸
৩। কি এমন যা অন্যকে দেওয়ার পরেই নিজের কাছে রাখতে পারা যায়?🤩
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ৭-এর উত্তরঃ
১। সুরেশ রায়না ২। পিসি সরকার ৩। মাদ্রিদ ৪। ভুটান ৫। মেরু ভল্লুক বা পোলার বিয়ার । 🤠🤠🤠
_________________________________________________________________________
গত মাসের ধাঁধা ৭-এর উত্তরঃ
১।মাটির তলায়।😜
২। আগামীকাল ।😜
৩।Ice।😜
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন