Featured Post
ছড়া ।। বাদল দিনে ।। মানস বন্দ্যোপাধ্যায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাদল দিনে
মানস বন্দ্যোপাধ্যায়
ঝম্ ঝমিয়ে বৃষ্টি এলো
আকাশ মেঘে কালো ,
নাঙ্গল নিয়ে যাচ্ছে চাষি
মনটা বড়ই ভালো ।
জল জমেছে মাঠে ঘাটে
ব্যাঙ ডাকছে গ্যাঁ গোঁ ,
কই ল্যাঠা চ্যং মাছ উঠছে
বইছে হাওয়া শোঁ শোঁ ।
জানলা দিয়ে দেখছে খুকি
বাদল দিনের ছবি ,
গাছ গাছালি স্নান করছে
যায়না দেখা রবি ।
রাস্তা দিয়ে জল ছুটছে
নৌকা ভাসায় খোকা ,
কাগজ দিয়ে বানায় তরী
একটুও নয় বোকা ।
ঘরে বসে আঁকছে ছবি
নন্দী বাড়ির বিলু ,
আজ সারাদিন ঘর বন্দি
তার সঙ্গী দিলু ।
_______________________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন