করোনা কালের তিনটি কবিতা
দীপক পাল
বোবা ক্যানভাস ।
সূর্য্য ডোবার পরেও মধ্য রাতের নিস্তব্ধতা এই ক্যাম্পাসে,
জনমানবহীন রাস্তায় চলে না কোনো গাড়ি কোনো স্কুটার
পড়ন্ত বিকেলের আলো এসে পড়ে খেলার মাঠে,
ছেলেদের নেই কোন আগ্রহ ফুটবল খেলার।
এখনো আছে আলো ঘেরা পার্কে স্লিপে দোলনায়
শুধু নেই কোন কচি কাঁচাদের দল, নেই তাই কোলাহল,
অথচ আছে এখনও আলো, আছে মধুর বাতাস
সেই বাতাসে ঢেউ খেলে যায় ঝিলের জল।
গাছেরা দোল খায় দখিনা হাওয়ায়, ফিসফিস করে ওরা
অপেক্ষায় থাকে দলছুট পাখিদের একান্ত আশ্রয়ের;
হতে পারতো আকাশ ইজেলের ঝুলে থাকা এক ছবি
কিন্তু কাল রং ঢেলে করোনা করেছে বোবা ক্যানভাসের।
দৃশ্যপট
এক টুকরো বারান্দা, কিংবা আকাশ দেখা যায়
ভাঙ্গা আকাশ, টুকরো আকাশ, প্রায়শই ঘোলাটে;
দামী রোদ লুকিয়ে বেড়ায় লুকোচুরি খেলে,
মনে হয়, নেয় দেখে বারে বারে দৃশ্যপট পাল্টে।
আর ভাল্লাগে না রোজ রোজ এই আকাশ ভাঙ্গা বৃষ্টি
যেনো ভেবেছে সে করবে এবার ভীষণ অনাসৃষ্টি।
প্রকৃতির দোসর এ অতিবৃষ্টি করনাকে সাথে নিয়ে
করবে পণ্ড মানুষের যত সুখ শান্তি ভালোবাসা
আর উৎসবের আনন্দ, সঙ্গে হাজার মানুষের
রুটি রুজির বাৎসরিক ব্যবস্থার এক ভালো উপায়ে।
আকাশ তুমি পার নাকি বৃষ্টিকে এখনই ছুটি দিতে
শরৎ হেমন্তের বাকি দিনগুলোতে, সাথে নিজেকে
নীল রঙে সাজাতে আর সবার মুখে হাসি ফোটাতে?
বারান্দায় গিয়ে দেখি শেষ বিকালে পাল্টেছে দৃশ্যপট;
ঝলমলে সোনালী রোদ খেলা করে প্রশস্ত চাতালে,
শিশু কিশোরের কোলাহলে মেতে ওঠে ক্যাম্পাস।
এভাবেই যেনো দৃশ্যপট পাল্টায় অন্যদিকে অন্যভাবে
আবার আসুক ফিরে খুশির সেই দিন ভরুক চারপাশ।
হবে ইতিহাস
করোনা, তুমি এবার যাও, এসোনা কখনো কোনোদিন
দেখছোনা আমরা সকলে কেমন মনোকষ্টে আছি ?
ঘরে শুয়ে বসে এভাবে কি থাকা যায়? বলো তো?
প্রথম দ্বিতীয় তৃতীয় ঢেউ এ যে কি খেলা? কানামাছি?
মানব জীবন ধ্বাংস করে কি সুখ পাও তুমি?
পেরেছ কি মানুষের দর্প হানাহানি দূর করতে?
পেরেছ কি মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে ?
পারনি পারবেও না কখনো, পরাজিত হাবেই তুমি।
দেখো প্রকৃতির সৃষ্ট হয়েও তুমি একদিন ধ্বংস হবেই
প্রকৃতির আর এক সৃষ্টি মানুষের কঠিন হাতেই।
মানব সভ্যতা দুর্বার বেগে যাবেই এগিয়ে ,
অনেক হারিয়ে ও কিছু ফিরে পেয়ে দৃঢ প্রত্যয়ে;
আসবেই সেইদিন জেনো যা আছে অনতিদূরে,
তোমার একান্ত অগোচরে।
_________________________________
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,
Diamond Harbour Road,
Kolkata - 700104.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন